চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক যুবককে কোপানোর ঘটনায় আটক ১
- আপলোড টাইম : ০৯:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
- / ৪০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের মধ্য যুবককে কোপানোর ঘটনায় জড়িত সোহেল (২০) নামের এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃত সুজন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার নজরুল ইসলামের ছেলে। গতকাল বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। জানা যায়, হাসপাতালের জরুরী বিভাগের মধ্য যুবককে কোপানোর ঘটনাটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত সোহেলকে সনাক্ত করা হয়। ঘটনার দিনই আহত রাব্বির বাবা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপাড়া মোড় থেকে সোহেলকে আটক করে সদর থানা পুলিশ।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের মধ্য রাব্বি শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। পরে সদর হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে পুলিশ প্রকৃতদের সনাক্ত করে। ওই দিনই জখম রাব্বি শেখের বাবা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।