ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ওয়েভ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
  • / ৫৩১ বার পড়া হয়েছে

শিক্ষা প্রণোদনা মতো মহৎ কাজে এগিয়ে আসতে হবে বিত্তবানদের
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ২টায় ওয়েভ ফাউন্ডেশনের মালোপাড়াস্থ প্রশিক্ষণ সেন্টারে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রথম চারটি মৌলিক চাহিদা আমরা জয় করেছি। এখন তোমাদের প্রকৃত দেশ প্রেমিক, সৎ জীবনযাপনের মধ্য দিয়ে লেখাপড়া এগিয়ে নিতে হবে। শুধু পড়াশুনা আর ভাল ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষা প্রদানে শিক্ষক-অভিভাবকসহ সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। কেননা আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ পরিচালনার কর্ণধার। শিক্ষাবৃত্তি দেওয়ায় ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ দিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবৃত্তি প্রদানে সকলকে উদ্বুদ্ধ করাতে হবে। শিক্ষা প্রণোদনা সামান্য হলেও মহৎ কাজ। এসময় তিনি আরো বলেন, বর্তমানে বেকারত্ব সমাজের এক অভিশাপ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাকে কাজে লাগাতে পারলে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশা-পাশির বেকাত্ব দূর করা সম্ভব হবে। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নিখিল নিখিল রঞ্জন চক্রবর্তী, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সান্টু। ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি অর্থায়ন কর্মসুচির দরিদ্র উপকারভোগীদের মেধাবী ৬৬ জন ছেলে-মেয়েদের মধ্যে ১২ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। এর মধ্যে ৪৩জন ছাত্র ও ২৩ জন ছাত্রী। ২০১৭ সালের এস এস সি পাশকৃত ৪৪জন মেধাবী শিক্ষার্থীদের প্রথম দফায় ও ২০১৬ সালে পাশকৃত ২২জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় ২২জনকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান। ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারি কিতাব আলির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সমন্বয়কারী আব্দুল মান্নান, ফকর উদ্দীন, সহ- সমন্বয়কারী নুসরাত ইয়াসমীন লাভলী, প্রশিক্ষণ বিভাগের উপ-সমন্বয়কারী আব্দুস সালাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আওয়াল হোসেন, শামিম আজাদ, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানাসহ ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের অভিভাবকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ওয়েভ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

আপলোড টাইম : ০৯:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮

শিক্ষা প্রণোদনা মতো মহৎ কাজে এগিয়ে আসতে হবে বিত্তবানদের
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ২টায় ওয়েভ ফাউন্ডেশনের মালোপাড়াস্থ প্রশিক্ষণ সেন্টারে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রথম চারটি মৌলিক চাহিদা আমরা জয় করেছি। এখন তোমাদের প্রকৃত দেশ প্রেমিক, সৎ জীবনযাপনের মধ্য দিয়ে লেখাপড়া এগিয়ে নিতে হবে। শুধু পড়াশুনা আর ভাল ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষা প্রদানে শিক্ষক-অভিভাবকসহ সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। কেননা আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ পরিচালনার কর্ণধার। শিক্ষাবৃত্তি দেওয়ায় ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ দিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবৃত্তি প্রদানে সকলকে উদ্বুদ্ধ করাতে হবে। শিক্ষা প্রণোদনা সামান্য হলেও মহৎ কাজ। এসময় তিনি আরো বলেন, বর্তমানে বেকারত্ব সমাজের এক অভিশাপ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাকে কাজে লাগাতে পারলে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশা-পাশির বেকাত্ব দূর করা সম্ভব হবে। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নিখিল নিখিল রঞ্জন চক্রবর্তী, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সান্টু। ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি অর্থায়ন কর্মসুচির দরিদ্র উপকারভোগীদের মেধাবী ৬৬ জন ছেলে-মেয়েদের মধ্যে ১২ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। এর মধ্যে ৪৩জন ছাত্র ও ২৩ জন ছাত্রী। ২০১৭ সালের এস এস সি পাশকৃত ৪৪জন মেধাবী শিক্ষার্থীদের প্রথম দফায় ও ২০১৬ সালে পাশকৃত ২২জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় ২২জনকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান। ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারি কিতাব আলির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সমন্বয়কারী আব্দুল মান্নান, ফকর উদ্দীন, সহ- সমন্বয়কারী নুসরাত ইয়াসমীন লাভলী, প্রশিক্ষণ বিভাগের উপ-সমন্বয়কারী আব্দুস সালাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আওয়াল হোসেন, শামিম আজাদ, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানাসহ ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের অভিভাবকবৃন্দ।