ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামী ও সাইকেল চোরসহ আটক ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
  • / ৩৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী, সাইকেল চোরসহ এক মাদকসেবিকে আটক করেছে। গত সোমবার দিনগত রাত থেকে ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা পৌর শহরের পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালত ও থানা হেফাজতে সোপর্দ করা হয়। বাকিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। আটককৃতরা হল-সাজাপ্রাপ্ত আসামী ভিমরুল্লার সোহাগ (৩০), সাইকেল চোর তালতলা’র সুমন (২৪) ও মাদকসেবি সাদেক আলী মল্লিকপাড়ার নজরুল (৫০)।
পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গত সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা শহরতলীর ভিমরুল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মসলেম মল্লিকের ছেলে দ্রুত বিচার আইনে জি আর ৩৬৬/১২ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহাগকে আটক করেন।
এদিকে, সদর থানার এএসআই আশরাফুজ্জামান হাতেনাতে এক সাইকেল চোরকে আটক করেছেন। চুয়াডাঙ্গা শহরের সোনাপট্টি এলাকা থেকে গতকাল দুপুরে একটি বাইসাইকেল চুরি করে পালানোর সময় মুক্তিপাড়ার রাস্তার উপর থেকে তাকে আটক করেন। আটককৃত সাইকেল চোর চুয়াডাঙ্গা পৌর শহরের তালতলা স্কুলপাড়ার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে সুমন।
এছাড়াও সদর থানার পিএসআই আব্দুর রহিম সাদেক আলী মল্লিকপাড়া থেকে ২০গ্রাম গাঁজাসহ এক মাদকসেবিকে আটক করেছে। গতকাল সন্ধ্যার পর তাকে আটক করেন। আটককৃত আসামী একই এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে নজরুল। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত আসামীকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। বাকি দু’জনকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামী ও সাইকেল চোরসহ আটক ৩

আপলোড টাইম : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী, সাইকেল চোরসহ এক মাদকসেবিকে আটক করেছে। গত সোমবার দিনগত রাত থেকে ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা পৌর শহরের পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালত ও থানা হেফাজতে সোপর্দ করা হয়। বাকিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। আটককৃতরা হল-সাজাপ্রাপ্ত আসামী ভিমরুল্লার সোহাগ (৩০), সাইকেল চোর তালতলা’র সুমন (২৪) ও মাদকসেবি সাদেক আলী মল্লিকপাড়ার নজরুল (৫০)।
পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গত সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা শহরতলীর ভিমরুল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মসলেম মল্লিকের ছেলে দ্রুত বিচার আইনে জি আর ৩৬৬/১২ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহাগকে আটক করেন।
এদিকে, সদর থানার এএসআই আশরাফুজ্জামান হাতেনাতে এক সাইকেল চোরকে আটক করেছেন। চুয়াডাঙ্গা শহরের সোনাপট্টি এলাকা থেকে গতকাল দুপুরে একটি বাইসাইকেল চুরি করে পালানোর সময় মুক্তিপাড়ার রাস্তার উপর থেকে তাকে আটক করেন। আটককৃত সাইকেল চোর চুয়াডাঙ্গা পৌর শহরের তালতলা স্কুলপাড়ার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে সুমন।
এছাড়াও সদর থানার পিএসআই আব্দুর রহিম সাদেক আলী মল্লিকপাড়া থেকে ২০গ্রাম গাঁজাসহ এক মাদকসেবিকে আটক করেছে। গতকাল সন্ধ্যার পর তাকে আটক করেন। আটককৃত আসামী একই এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে নজরুল। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত আসামীকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। বাকি দু’জনকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।