ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

গাংনীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় মকবুল হোসেন এমপি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
  • / ৪৯৮ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে
গাংনী অফিস: মেহেরপুর গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, উপজেলা পরিষদের সভা কক্ষে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত না হওয়ায় তীব্র সমালোচনার মধ্যে পড়েছেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলী। জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় না হাজির না হওয়ার কারণে শুধু সমালোচনায় নয় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উপজেলা পরিষদের আগামীতে সকল ধরনের সভা সমাবেশ থেকে বিরত রাখতে সিদ্ধান্ত নেয় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগসহ উপস্থিত সকলে।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম ।
এ সময় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা আ.লীগের সাধারণ গোলাম মোস্তফা, গাংনী পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগের সিনিয়র নেতা আহম্মদ আলী, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহমেদ, জেপির জেলা সভাপতি আব্দুল হালিম, জেলা জাতীয় পার্টি (জাপা)’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, গাংনী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুবলীগ নেতা রাহিবুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দীন, গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, সংসদ সদস্য মকবুল হোসেনের একান্ত সহকারী (পিএস) সাইফুজ্জামান শিপু, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, তুষার ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।
জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী অংশগ্রহণ না করায় মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান মোরাদ আলীকে গাংনী উপজেলায় আয়োজিত সরকারী-বেসরকারী সকল অনুষ্ঠান থেকে বয়কটের পাশাপাশি প্রশাসনের পক্ষে থেকে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় সাংসদ মকবুল হোসেনের পক্ষে থেকে। ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার দেলোয়ার হোসেন বলেন, উপজেলার প্রতিটি স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ভাবে জাতীয় শোক দিবস পালিত করতে হবে। কোন বিদ্যালয় বন্ধ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী উপজেলা আওয়ীমী লীগের সভাপতি সাহিদুজামান খোকন প্রস্তুতি সভায় বলেন, উপজেলা চেয়ারম্যান সরকারের সকল সুবিধা গ্রহণ করেন। অথচ সরকারের জাতীয় প্রোগ্রাম অবজ্ঞা করে সরকারের বিরুদ্ধচারন করেছেন। তাই তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাছাড়াও উপজেলা চেয়ারম্যান মোরাদ আলীর বিরুদ্ধে সরকারীভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম বলেন, জাতীয় শোক দিবস পালনে কোন ধরনের অবহেলার অভিযোগ কোন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠলে তাৎক্ষনিকভাবে তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় মকবুল হোসেন এমপি

আপলোড টাইম : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে
গাংনী অফিস: মেহেরপুর গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, উপজেলা পরিষদের সভা কক্ষে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত না হওয়ায় তীব্র সমালোচনার মধ্যে পড়েছেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলী। জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় না হাজির না হওয়ার কারণে শুধু সমালোচনায় নয় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উপজেলা পরিষদের আগামীতে সকল ধরনের সভা সমাবেশ থেকে বিরত রাখতে সিদ্ধান্ত নেয় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগসহ উপস্থিত সকলে।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম ।
এ সময় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা আ.লীগের সাধারণ গোলাম মোস্তফা, গাংনী পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগের সিনিয়র নেতা আহম্মদ আলী, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহমেদ, জেপির জেলা সভাপতি আব্দুল হালিম, জেলা জাতীয় পার্টি (জাপা)’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু, গাংনী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুবলীগ নেতা রাহিবুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দীন, গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, সংসদ সদস্য মকবুল হোসেনের একান্ত সহকারী (পিএস) সাইফুজ্জামান শিপু, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, তুষার ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।
জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী অংশগ্রহণ না করায় মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান মোরাদ আলীকে গাংনী উপজেলায় আয়োজিত সরকারী-বেসরকারী সকল অনুষ্ঠান থেকে বয়কটের পাশাপাশি প্রশাসনের পক্ষে থেকে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় সাংসদ মকবুল হোসেনের পক্ষে থেকে। ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার দেলোয়ার হোসেন বলেন, উপজেলার প্রতিটি স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ভাবে জাতীয় শোক দিবস পালিত করতে হবে। কোন বিদ্যালয় বন্ধ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী উপজেলা আওয়ীমী লীগের সভাপতি সাহিদুজামান খোকন প্রস্তুতি সভায় বলেন, উপজেলা চেয়ারম্যান সরকারের সকল সুবিধা গ্রহণ করেন। অথচ সরকারের জাতীয় প্রোগ্রাম অবজ্ঞা করে সরকারের বিরুদ্ধচারন করেছেন। তাই তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাছাড়াও উপজেলা চেয়ারম্যান মোরাদ আলীর বিরুদ্ধে সরকারীভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম বলেন, জাতীয় শোক দিবস পালনে কোন ধরনের অবহেলার অভিযোগ কোন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠলে তাৎক্ষনিকভাবে তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।