দামুড়হুদার মুক্তারপুরে ভন্ড কবিরাজের রিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
- আপলোড টাইম : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬
- / ৪০৭ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মোক্তারপুর গ্রামে ভন্ড কবিরাজের বিরুদ্ধে জ্বীন তাড়ানোর নামে রোগীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে। ধর্ষিতা বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে। গত বুধবার সকালে মোক্তারপুর গ্রামে শ্বশুর বাড়ী কবিরাজ শরিফুল ইসলাম এই ঘটনা ঘটায়। মামলার এজাহার সুত্রে জানা গেছে, দামুড়হুদার মোক্তারপুর গ্রামের কৃষকের স্ত্রী ২বছর ধরে অসুস্থ্য হয়ে মাঝে মাঝে সে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরই মাঝে কবিরাজ শরিফুল ইসলামের শ্বাশুড়ী উলুফা খাতুন বলেন তোমার জ্বীনের দোষ আছে। তুমি আমার জামাইকে দেখাতে পারো, সে এক জন মাওলানা ও ভালো কবিরাজ। এই কথামতো বুধবার সকাল ১০টার দিকে কৃষকের স্ত্রী উক্ত কবিরাজের কাছে যায়। এ সময় কবিরাজ শরিফুল ইসলাম তাকে ঘরের ভিতরে নিয়ে জ্বীন তাড়ানোর নামে ঘরের দরজা জানালা বন্ধ করে বাড়ীর সকলকে বাড়ীর বাইরে যেতে বলে ও কৃষকের স্ত্রীর সাথে থাকা তার শ্বাশুড়ীকে দুই রকমের ২১+২১টি তুলসির পাতা তুলে আনতে বলে। এই সুযোগে কবিরাজ শরিফুল ইসলাম তাকে কৌশলে অচেতন করে ধর্ষন করে। সে অচেতন থাকায় কবিরাজ তার শ্বাশুড়ীকে বলে এই তুলসির পাতা ভিজিয়ে ঐ পানি দিয়ে গোসল করাতে বলে সে সটকে পরে। গোসলের পরে তার জ্ঞান ফিরলে সে বিষয়টি তার শ্বাশুড়ীকে বললে। এসময় কৃষকের স্ত্রীর লোকজন কবিরাজকে আটকাতে গেলে তার শ্বাশুড়ী তাকে বাড়ী থেকে পালিয়ে যেতে সাহায্য করলে সে পালিয়ে যায়। পরবর্তীতে তারা বিষয়টি বাড়ীতে বসে থানায় মামলা করার সিদ্ধান্ত নেয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তারা থানায় মামলা করার উদ্দ্যেশে দামুড়হুদা মডেল থানায় আসার পথে মোক্তারপুর মোল্লা বাজারে পৌঁছালে মোক্তারপুর গ্রামের হাসান মেম্বর, সুলতান, সোলাইমানসহ অনেকে বিষয়টি গ্রামে বসে মিমাংশা করার কথা বলে। একে কৃষকের স্ত্রী মিমাংসা করতে রাজী না হলে উল্লেখিত ব্যক্তিরা তাকে কিল ঘুষি মারে ও বিভিন্ন রকম ভয় ভিতি দেখায় ও মামলা করতে বাধাসৃষ্টি করে। এরপর বিকালে কৃষকের স্ত্রী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছে।