আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় হুইপ ছেলুন এমপি
- আপলোড টাইম : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
- / ১৩৬৩ বার পড়া হয়েছে
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কোন ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন রুখা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল বলে তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশীদ, সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবর রহমান, বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে আসাবুল হক ঠান্ডু, সমির দে, আব্দুস সামাদ, খবির উদ্দিন, হান্নান শাহ্, আব্দুর রাজ্জাক, দিদার আলী, রানা উদ্দিন, রাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, নজরুল ইসলাম মন্ডল, জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আব্দুর গাফ্ফার, আব্দুল লতিফ, মোজাম্মেল হক, সাইফুর রহমান পিন্টু, ডা. আনিছ, সৈকত খান, আসাদুজ্জামান টুটুল, ডিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের সাথে যৌথসভার তারিখ ঘোষণা করা হয়। ভাংবাড়ীয়া ইউনিয়নে ২৮ আগষ্ট মঙ্গলবার, ডাউকি ইউনিয়নে ২৯ আগষ্ট বুধবার, বেলগাছী ইউনিয়নে ৩০ আগষ্ট বৃহস্পতিবার, কালিদাসপুর ইউনিয়নে ৩১ আগষ্ট শুক্রবার, নাগদাহ ইউনিয়নে ১ সেপ্টেম্বর শনিবার, খাসকররা ইউনিয়নে ২ সেপ্টেম্বর রবিবার, বাড়াদী ইউনিয়নে ৩ সেপ্টেম্বর সোমবার, কুমারী ইউনিয়নে ৪ সেপ্টেম্বর মঙ্গলবার, আইলহাঁস ইউনিয়নে ৫ সেপ্টেম্বর বুধবার, হারদী ইউনিয়নে ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার, জামজামি ইউনিয়নে ৭ সেপ্টেম্বর শুক্রবার, খাদিমপুর ইউনিয়নে ৮ সেপ্টেম্বর শনিবার, জেহালা ইউনিয়নে ৯ সেপ্টেম্বর রবিবার, গাংনী ইউনিয়নে ১০ সেপ্টেম্বর সোমবার, আলমডাঙ্গা পৌরসভায় ১১ সেপ্টেম্বর মঙ্গলবার যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সকল ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের স্ব-স্ব ইউনিয়নে উপস্থিত থাকার জন্য উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধও জানানো হয়।