সড়ক দূর্ঘটনা রোধ করতে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে
- আপলোড টাইম : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
- / ৪৮২ বার পড়া হয়েছে
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ঝিনাইদহে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন : চুয়াডাঙ্গায় এসপি মাহবুবুর রহমান পিপিএম
ডেস্ক রিপোর্ট: আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ। এসময় গাড়ির ফিটনেস ও লাইসেন্স চেক করা এবং যে কোনো ট্রাফিক আইন লঙ্ঘন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে র্যালি, আলোচনা সভা ও অভিযান পরিচালনার মধ্যে দিয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বিশেষ ট্রাফিক সপ্তাহ ২০১৮ উদ্যাপন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে চুয়াডাঙ্গা কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, বড়বাজার শহিদ হাসান চত্ত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, নিরাপদ সড়ক আমিও চাই। ছাত্র আন্দোলনকারী তোমরা যারা আন্দোলন করছো তোমাদের দাবি সরকার মেনে নিয়েছে। এখন তোমরা ঘরে ফিরে যাও। সরকার সকলের নিরাপত্তা চাই।
পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেন- শিক্ষার্থীসহ সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবো এবং নিরাপদ সড়ক নিশ্চিত করবো। চুয়াডাঙ্গা জেলার কোথায়ও কোন ফিটনেস বিহীন গাড়ী, ড্রাইভিং লাইসেন্স বিহিন চালক ও বেপরোয়া গতিতে গাড়ী চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন সবার জন্য সমান। সড়ক দূর্ঘটনা রোধ করতে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এসময় ট্রাফিক আইন মেনে চলতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জসীম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক জাফর ইকবালসহ জেলা পুলিশের বিভিন্ন বিভাগের ইনচার্জ, রোভার স্কাউট, বিএনসিসি, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে সপ্তাহব্যাপি ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি বের করা হয়। জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষে গতকাল রোববার মুজিব চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পুলিশ, ছাত্রছাত্রী, রাজনীতিবিদ, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু প্রমূখ। বক্তারা, সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর প্রতি আহ্বান জানান। শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।