কুড়ুলগাছির চৌকিদার আয়চাঁদের চেয়ারম্যানগিরির কাছে অতিষ্ঠ গ্রামবাসী
- আপলোড টাইম : ১১:৪৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬
- / ৩৬৮ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চৌকিদার বহু অপকর্মের হোতা আয়চাঁদের চেয়ারম্যানগিরির কাছে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। জানা গেছে ধান্যঘরা গ্রামের মৃত আবু বক্করেরর ছেলে বহু অপকর্মের হোতা আয়চাঁদ বিভিন্ন মানুষকে বয়স্কভাতা, বিধবাভাতাসহ বিভিন্ন কার্ড করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেই। এমন ভাব দেখায় আয়চাঁদ যেন তিনি চৌকিদার নই পরিষদের চেয়ারম্যান। তিনি আবার অনেক সময় নিজে চৌকিদার তা ভুলে গিয়ে এসআই এর ভূমিকা ও পালন করেন। বিভিন্ন সময় বিভিন্ন লোককে প্রশাসনের ভয় দেখিয়ে হুমকি। সরকারী রাস্তার ডাল কেটে বিক্রির পিছনেও রয়েছে তার হাত। অন্যান্য চৌকিদাররাও তার ভয়ে মুখ খুলতে পারেন না। আয়চাঁদের এ অপকর্মের লাগাম টানতে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনপ্রিয় নেতা বিশিষ্ট সমাজ সেবক শাহ মো: এনামুল করিম ইনুর আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীসহ সচেতন মহল।