মেহেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধা!
- আপলোড টাইম : ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
- / ৩১৯ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি মেহেরপুরের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনের কর্মসূচির ডাক দিয়েছিল শিক্ষার্থীরা। এদিকে, এ কর্মসূচি যাতে সফল করতে না পারে সে কারণে শনিবার সকাল থেকেই মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল ১০টার দিকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেস্টুন নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে যান। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ৯ দফা দাবি ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে এবং তা বাস্তবায়নের চেষ্টা চলছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীদের মানববন্ধন না করে ক্লাসে ফিরিয়ে দেওয়া হয়েছে।