ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

জীবননগর মিনাজপুরে ছেলের বটির কোপে আহত মা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • / ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার মিনাজপুরে ছেলের বটির কোপে গুরুত্বর জখম হয়েছে এক মা। গতকল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মা জীবননগর উপজেলার মিনাজপুর মাঠপাড়ার আব্দুল জব্বারের স্ত্রী হাজেরা খাতুন (৬০) ও ছেলে আইয়ুব আলী (৩৫)। জানা যায়, গতকাল সকালে আইয়ুব আলী একটি বটি হাতে বাড়ির ভিতর অস্থিরভাবে ঘুরাঘুরি করছিল। এ সময় হাজেরা খাতুন ছেলেকে অস্থির অবস্থায় দেখে শান্ত করার জন্য কাছে গেলে আইয়ুব তার ঘাড়ে একটি কোপ মারলে হাজেরা খাতুন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা হাজেরাকে উদ্ধার করে জীবনননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বটির কোপে হাজেরা গুরুত্বর জখম হওয়াই জীবননগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। এদিকে, হাজেরার পরিবারের সদস্যরা জানায় আইয়ুব আলী মানুষিকভাবে অসুস্থ। মাঝে মাঝেই সে আকারণে অস্থির আচরণ করে। এর আগেও এমন অস্থির আচরণ ও ক্ষিপ্ততার জন্য আইয়ুব আলীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর মিনাজপুরে ছেলের বটির কোপে আহত মা

আপলোড টাইম : ০৯:১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার মিনাজপুরে ছেলের বটির কোপে গুরুত্বর জখম হয়েছে এক মা। গতকল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মা জীবননগর উপজেলার মিনাজপুর মাঠপাড়ার আব্দুল জব্বারের স্ত্রী হাজেরা খাতুন (৬০) ও ছেলে আইয়ুব আলী (৩৫)। জানা যায়, গতকাল সকালে আইয়ুব আলী একটি বটি হাতে বাড়ির ভিতর অস্থিরভাবে ঘুরাঘুরি করছিল। এ সময় হাজেরা খাতুন ছেলেকে অস্থির অবস্থায় দেখে শান্ত করার জন্য কাছে গেলে আইয়ুব তার ঘাড়ে একটি কোপ মারলে হাজেরা খাতুন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা হাজেরাকে উদ্ধার করে জীবনননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বটির কোপে হাজেরা গুরুত্বর জখম হওয়াই জীবননগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। এদিকে, হাজেরার পরিবারের সদস্যরা জানায় আইয়ুব আলী মানুষিকভাবে অসুস্থ। মাঝে মাঝেই সে আকারণে অস্থির আচরণ করে। এর আগেও এমন অস্থির আচরণ ও ক্ষিপ্ততার জন্য আইয়ুব আলীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো।