গাংনীতে শোকাবহ আগষ্ট উপলক্ষে প্রদীপ প্রজ্বলন
- আপলোড টাইম : ০৯:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
- / ৪৪৭ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে শোকাবহ আগষ্ট উপলক্ষে প্রদীপ প্রজ্বলন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় গাংনী বাজারের রেজাউল চত্বর থেকে প্রদীপ প্রজ্বলন র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। আলোচনা সভায় গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবলীগ নেতা আসাদ, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, গাংনী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম ও উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি তারিফুল ইসলাম জীবন প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।