দর্শনায় প্রকাশ্যে শিশুর কান থেকে স্বর্নের দুল ছিনতাই
- আপলোড টাইম : ০৯:১৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
- / ৩৬৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা কলেজ মাঠ পাড়া সংলগ্ন এক গলি দিয়ে স্কুল যাওয়ার পথে নয় বছরের স্কুল ছাত্রীর কান থেকে এক জোড়া কানের দুল ও নগদ দুইশত টাকা ছিনতাই করেছে মৃত কাশেম কশাইের স্ত্রী হাফিজা খাতুন। গত ২৫ তারিখ বুধবার সকাল সাড়ে ১১টায় দর্শনা পৌর শহরের শ্যামপুর পাইপ ঘাট এলাকার জিনামুল কশাইয়ের মেয়ে সাদিয়া (৯) প্রতিদিনের ন্যায় দর্শনা পূর্ব রামনগর প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে দর্শনা কলেজ মাঠ সংলগ্ন গলিতে আগে থেকে উৎ পেতে থাকা দর্শনা ঘুঘুডাঙ্গার মৃত কাশেম কশাইয়ের স্ত্রী হাফিজা খাতুন (৩৮) ামাকে জিজ্ঞাসা করে তোর মা কোথায় আমি বলি আমি জানি না। এর একপর্যায় জোরপূর্বকভাবে আমার কানে থাকা এক জোড়া স্বর্ণের দুল ও স্কুলে রজত জয়ন্তী উৎসব উপলক্ষে সাথে থাকা দুইশত টাকা কেড়ে নেই এবং আমাকে গালি দিয়ে বলে যদি কাউকে বলিস তাহলে তোকে দড়ি দিয়ে বেধে নিয়ে যাব এবং মেরে ফেলবো। তারপর আমি ভয়ে আমার খালার বাড়ীতে চলে যায়। গতকাল মঙ্গলবার আমার মামা আমাকে বাড়ী নিয়ে আসলে আমার নানী জানতে চায় আমার কানের দুল কোথায় তারপর আমি সব খুলে বলি।
এদিকে, জানা যায় হাফিজা খাতুন দীর্ঘদিন যাবত সুধের ব্যবসা করে আসছে। পরে বাদীর মামা ইমরান দর্শনা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।
পূর্ব রামনগর স্কুল প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা কিছু জানি না যেদিন ঘটনাটি ঘটে সেইদিন সাদিয়া ক্লাস করেছে ও আমাদের অথবা তার সহপাঠীদেরকে কিছু বলেনি। এই ঘটনাটি আমরা জানার পর পুলিশকে বলেছি এই বিষয়টি তদন্ত করে দোষীকে কঠোর শাস্তি দেয়ার দাবী জানিয়েছি।