মহেশপুরে দপ্তরী কাম নৈশপ্রহরী জসিম নানা অভিযোগে বরখাস্ত
- আপলোড টাইম : ০৯:০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
- / ৩৫১ বার পড়া হয়েছে
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খাঁ পুরন্দরপুর ৭ নং-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী জসিম উদ্দীনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করেছে। এ ঘটনায় মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এটিও মো. আফজালউর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
৩১ জুলাই এটিও আফজালউর রহমান, এটিও খালেক আব্বাসী ও এটিও নেছার উদ্দীন স্কুলে উপস্থিত হয়ে বাদী-বিবাদী, প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় দুই ব্যক্তির নিকট থেকে লিখিত বক্তব্য নিয়েছেন। এ বিষয়ে এটিও আফজালউর রহমান জানান দপ্তরী কাম নৈশপ্রহরী জসিম উদ্দীনের বিরুদ্ধে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. নাসরিন আক্তার অভিযোগ দায়ের করায় ম্যানেজিং কমিটি মিটিং করে তাকে সাময়িক বরখাস্ত করে। উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দায়ের ও দপ্তরীকে বরখাস্ত করার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে এবং এর প্রতিবেদন রিপোর্ট জেলা শিক্ষা অফিসার বরাবর পাঠানো হবে।