শিরোনাম:
আলুকদিয়ায় গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
- / ৮০২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে “যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের অধিনে নির্মিত ৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সাড়ে ১১টায় আলুকদিয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ঘরের প্রতিকী চাবি হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদ আলম, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দীন। ঘর প্রাপ্তরা হলেন আলুকদিয়া গ্রামের মৃত বরকত আলীর ছেলে মাহতাব উদ্দীন, মৃত. আব্দুল গণির স্ত্রী রেকা খাতুন এবং মৃত. মঙ্গল আলীর ছেলে মুক্তার আলী।
ট্যাগ :