দর্শনা আলোচনা সভায় জিষ্ণুযারা নাটকের লেখক নির্দেশক আনোয়ার হোসেনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন
- আপলোড টাইম : ০১:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬
- / ৩৩৯ বার পড়া হয়েছে
আওয়াল হোসেন দর্শনা থেকে: দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ঢাকার শিল্পকলা একাডেমীতে ফুলের শুভেচ্ছায় অভিনন্দিত করা হল। অনির্বান থিয়েটারের সিনিয়র সদস্যরা গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এর আগে আনোয়ার হোসেনের লেখা ও নির্দেশনায় “জিষ্ণুযারা” নাটকটি ঢাকা শিল্পকলা একাডেমী মঞ্চে পরিবেশিত হয়। ঢাকা শিল্পকলা একাডেমীতে দেশব্যাপী নাট্য উৎসবে দেশের বরণ্য নাট্য শিল্পীদের মধ্যে বেশ প্রশংসা পেয়েছে সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতাদর্শিক নাটক “জিষ্ণুযারা”। এই অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু, আওয়াল হোসেন, মতিয়ার রহমান, ইসরাইল হোসেন খান টিটো, উথলী মহাবিদ্যালয়ের ইংরাজী প্রভাষক সায়মুল হক টিপু, হাসমত কবির, মিরাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, শামীম আজাদ, আবুল হোসেন, জেসমিন আক্তার পপি, মিলন, লাকী, আল-আমিন, জগন্নাথ, হাবিবুর রহমান, ফাইম, রাজু, হৃদয় ও লিটন প্রমূখ।