শিরোনাম:
দামুড়হুদা কুড়ুলগাছিতে সাপের কামড়ে বৃদ্ধা আহত
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / ৩৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা কুড়–লগাছিতে সাপের কামড়ে গুরুত্বর অসুস্থ হয়েছে এক বৃদ্ধা। গত শনিবার রাত ১০টার দিকে সাপের কামড়ের এ ঘটনা ঘটে। সাপের কামড়ে আহত দামুড়হুদা কুড়–লগাছি বাজারপাড়ার ফজলুর রহমানের স্ত্রী সাহেরা খতুন (৭৫)।
জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল বৃদ্ধা সাহেরা খতুন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। তার পরিবারের সদস্যরা পরের দিন রবিবার সকালে তাকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে গ্রাম্য চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফেরার পর তার অবস্থা আরও খারাপ হতে থাকলে পরিবারের সদস্যরা গতকাল রবিবার সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সাহেরা খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।
ট্যাগ :