শিরোনাম:
মুন্সিগঞ্জে ইজিবাই-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ৩৮৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জ নিমতলা মধুখালি মাঠের মাঝে রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- আলমডাঙ্গা বারাদি ইউনিয়নের অনুপনগরের মৃত চিনির উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম (৩৮) ও মুন্সিগঞ্জ নিমতলার মৃত নবিছদ্দিনের ছেলে শামসুল (৫২)। জানা যায়, শনিবার সন্ধ্যায় জেহালা থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল নবিছদ্দিন। অপরদিকে নতিডাঙ্গা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় মুন্সিগঞ্জ নিমতলা মধুখালি মাঠের মাঝে রাস্তার উপর মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে শামসুল ও আমিনুল ইসলাম গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
ট্যাগ :