ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
  • / ৪৭৮ বার পড়া হয়েছে

কলুষমুক্ত সমাজ গড়তে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
নিজস্ব প্রতিবেদক: ‘কলুষমুক্ত সমাজ গড়তে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে তারা সে দায়িত্ব পালন করে। নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন সে পথে চলমান রয়েছে।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান এসব কথা বলেছেন। তিনি গতকাল শনিবার নিউজ টোয়েন্টিফোরের তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, ‘কিছু বিদেশী গণমাধ্যমের অপসংস্কৃতি থেকে দেশের মানুষকে রক্ষা করতেও দেশীয় গণমাধ্যমকে অবদান রাখতে হবে।’
গতকাল শনিবার বিকালে বেসরকারি টেলিভিশন ‘নিউজ টোয়েন্টিফোরে’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গার রাহেলা খাতুন গার্লস একাডেমিতে এসব কর্মসূচি পালন করা হয়। নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক আকবর, ডেইলী অবজারভার প্রতিনিধি আবুল হাশেম, একুশে টেলিভিশন প্রতিনিধি আতিয়ার রহমান ও মানবজমিন প্রতিনিধি মশিউর রহমান।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তন্নি খাতুন। আলোচনা পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশের যুবসমাজ অন্য গুরুত্বপূর্ণ পেশার মতোই গণমাধ্যমেও বিশেষ অবদান রাখছে। দেশের গণতন্ত্রের জবাবদিহিতা নিশ্চিত করতেও গণমাধ্যমের রয়েছে বিশেষ ভূমিকা। আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেলায় মাদকের প্রভাব ও মাদক নির্মূল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেছেন, জনপ্রতিনিধিদের আন্তরিকতার মধ্য দিয়ে জনসম্পৃক্ততা ছাড়া মেহেরপুরে মাদক নির্মূল সম্ভব নই। মাদকের মত একটি ভয়াবহ ব্যাধি নির্মূল এই কাজটি পুলিশের একার পক্ষে অসম্ভব। গতকাল শনিবার সকালে মেহেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের তৃতীয় বর্ষ পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
পুলিশ সুপার বলেন, মেহেরপুরের সাধারণ মানুষ খুবই ভাল মনের। চাকুরী জীবনে মেহেরপুরের মানুষের আন্তরিকতা তিনি কখনোই ভুলবেন না। যে কোন ভাল কাজে সাধারণ মানষের নিঃস্বার্থ সহযোগীতা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের সহযোগীতার কারণে মেহেরপুর পুলিশ মাদক বিরোধী গণসচেনতা কর্মসূচি, পরিবেশ রক্ষার জন্য বনায়ন কর্মসূচি এবং ভৈরব নদীর সৌন্দর্য্য বৃদ্ধিতে চতুর্দিকে বনায়ন ও মৎস্য চাষ কর্মসূচি সফল করতে সক্ষম হয়েছে। তিনি পুলিশ কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাঁর সময়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জিআর ও সিআই মামলার পরোয়ানা আসামীদের গ্রেপ্তার করা এবং উল্লেখযোগ্য সংখ্যক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তারসহ সন্ত্রাসী নির্মূলে ব্যবস্থা নিয়েছে। একারণে এখন জেলায় সড়ক ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ঘটনা ঘটে না।
নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য’র সভাপতিত্বে এবং আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও বক্তব্য দেন- মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাবেক সভাপতি রশিদ হাসান খাঁন আলো, এসএ টেলিভিশনের প্রতিনিধি ফজলুল হক মন্টু, বাংলানিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জুলফিকার আলী কানন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ্দৌলা রেজা, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শফি প্রমূখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড টাইম : ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮

কলুষমুক্ত সমাজ গড়তে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
নিজস্ব প্রতিবেদক: ‘কলুষমুক্ত সমাজ গড়তে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে তারা সে দায়িত্ব পালন করে। নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন সে পথে চলমান রয়েছে।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান এসব কথা বলেছেন। তিনি গতকাল শনিবার নিউজ টোয়েন্টিফোরের তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, ‘কিছু বিদেশী গণমাধ্যমের অপসংস্কৃতি থেকে দেশের মানুষকে রক্ষা করতেও দেশীয় গণমাধ্যমকে অবদান রাখতে হবে।’
গতকাল শনিবার বিকালে বেসরকারি টেলিভিশন ‘নিউজ টোয়েন্টিফোরে’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গার রাহেলা খাতুন গার্লস একাডেমিতে এসব কর্মসূচি পালন করা হয়। নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক আকবর, ডেইলী অবজারভার প্রতিনিধি আবুল হাশেম, একুশে টেলিভিশন প্রতিনিধি আতিয়ার রহমান ও মানবজমিন প্রতিনিধি মশিউর রহমান।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তন্নি খাতুন। আলোচনা পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশের যুবসমাজ অন্য গুরুত্বপূর্ণ পেশার মতোই গণমাধ্যমেও বিশেষ অবদান রাখছে। দেশের গণতন্ত্রের জবাবদিহিতা নিশ্চিত করতেও গণমাধ্যমের রয়েছে বিশেষ ভূমিকা। আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেলায় মাদকের প্রভাব ও মাদক নির্মূল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেছেন, জনপ্রতিনিধিদের আন্তরিকতার মধ্য দিয়ে জনসম্পৃক্ততা ছাড়া মেহেরপুরে মাদক নির্মূল সম্ভব নই। মাদকের মত একটি ভয়াবহ ব্যাধি নির্মূল এই কাজটি পুলিশের একার পক্ষে অসম্ভব। গতকাল শনিবার সকালে মেহেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের তৃতীয় বর্ষ পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
পুলিশ সুপার বলেন, মেহেরপুরের সাধারণ মানুষ খুবই ভাল মনের। চাকুরী জীবনে মেহেরপুরের মানুষের আন্তরিকতা তিনি কখনোই ভুলবেন না। যে কোন ভাল কাজে সাধারণ মানষের নিঃস্বার্থ সহযোগীতা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের সহযোগীতার কারণে মেহেরপুর পুলিশ মাদক বিরোধী গণসচেনতা কর্মসূচি, পরিবেশ রক্ষার জন্য বনায়ন কর্মসূচি এবং ভৈরব নদীর সৌন্দর্য্য বৃদ্ধিতে চতুর্দিকে বনায়ন ও মৎস্য চাষ কর্মসূচি সফল করতে সক্ষম হয়েছে। তিনি পুলিশ কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাঁর সময়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জিআর ও সিআই মামলার পরোয়ানা আসামীদের গ্রেপ্তার করা এবং উল্লেখযোগ্য সংখ্যক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তারসহ সন্ত্রাসী নির্মূলে ব্যবস্থা নিয়েছে। একারণে এখন জেলায় সড়ক ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ঘটনা ঘটে না।
নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য’র সভাপতিত্বে এবং আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও বক্তব্য দেন- মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাবেক সভাপতি রশিদ হাসান খাঁন আলো, এসএ টেলিভিশনের প্রতিনিধি ফজলুল হক মন্টু, বাংলানিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জুলফিকার আলী কানন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ্দৌলা রেজা, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শফি প্রমূখ।