মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বের জের ধরে ইউপি সদস্যদের অনুষ্ঠান বর্জন
- আপলোড টাইম : ০১:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
- / ৩৮৮ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ূব হোসেনের সাথে দ্বন্দ্বের জের ধরে এলজিএসপি-২ এর অর্থায়ে ‘খেলার সামগ্রী ও ঔষধ বিতরণ’ অনুষ্ঠান বর্জন করলেন ইউপি সদস্যরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে পরিষদ চত্বরে ঐ ঘটনা ঘটে। ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান আয়ূব হোসেন বিভিন্ন সময়ে সদস্যদের সাথে সমন্বয় না করে একক সিদ্ধান্ত নিয়ে থাকেন। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘খেলার সামগ্রী ও ঔষধ সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন কার হয়। এলজিএসপি-২ প্রকল্পের আওতায় দুটি প্রকল্পে ২লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে একটিতে বরাদ্দ ছিল (ফুটবল, ভলিবল, নেট ও জার্সি) ১ লাখ ৩১ হাজার টাকা। এছাড়া বাকি টাকা বরাদ্দ দেয়া হয় বিভিন্ন ধরণের প্রাথমিক চিকিৎসায় কাজে ওষধ কেনায়। কিন্তু যা মালামাল কেনা হয়েছে তার মূল্য এক লাখ টাকা হবে বলে অভিযোগ করেন তারা। সংরক্ষিত নারী সদস্য শাহিনুর খাতুন বলেন, অনুষ্ঠান স্থলে গিয়ে জানতে পারে তাকে এবং অন্য নারী সদস্য নারগিস খাতুনকে দুটি প্রকল্পের সভাপতি করা হয়েছে। অথচ এ বিষয়ে তারা কিছুই জানতেন না। বাগোয়ন ইউপি পরিষদের সচিব হায়দার আলী জানান, ওই অনুষ্ঠানে এলজিএসপি-২ এর অর্থায়নে দুটি প্রকল্পে (খেলার সামগ্রী ও ঔষধ ) ২ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ ছিল। তবে কত টাকার মালামাল কেনা হয়েছে তা চেয়ারম্যান জানেন বলে তিনি জানিয়েছেন। তবে ইউনিয়ন চেয়ারম্যান আয়ূব হোসেনে দাবি, এলজিএসপি-২ এর বিষয়ে আমার পরিষদের সকল সদসদের নিয়ে ইতিপূর্বে আলোচনা সভা করেছি। এ বিষয়ে রেজুলেশনও করা আছে।