চুয়াডাঙ্গায় স্বামী ও ভাশুরের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে ভর্তি
- আপলোড টাইম : ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ২৯৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর পুকুরপাড়ায় স্বামী ও ভাশুরের হাতে নির্যাতনের শিকার হয়েছে এক গৃহবধু। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর পুকুরপাড়ার সুমনের স্ত্রী ও আলমডাঙ্গা উপজেলার পদ্মবিলা ইউনিয়নের মাঝেরপাড়ার সুবারেক বিশ্বাসের মেয়ে শিলা খাতুন (২৪)। জানা যায়, কিছুদিন পূর্বে গৃহবধু শিলা তার সোনার কানের দুল ঘরে তুলে রেখেছিল। শুক্রবার সকালে সে জানতে পারে তুলে রাখা সোনার কানের দুল তার স্বামী সুমন বিক্রি করে দিয়েছে। না বলে বিক্রি করায় তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সুমন শিলাকে মারপিট করে। এসময় সুমনের বড় ভাই সাদ্দামও ক্ষিপ্ত হয়ে শিলাকে মারপিট করে বলে জানিয়েছে নির্যাতিতা শিলা। এদিকে, শিলার পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে গতকাল রাত সাড়ে ৮টার দিকে আহত শিলাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর লেখা পর্যন্ত শিলা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং শিলার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল।