ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

শুধু দর্শনা নয় চুয়াডাঙ্গা জেলাকে এলাকার সকল মানুষের মনের মত করে সাজাবো বললেন মাহফুজুর রহমান মনজু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
  • / ৫৭৮ বার পড়া হয়েছে

SAM_3410

দর্শনা অফিস: দর্শনা ডাক বাংলো চত্ত্বরকে অনেকটার পার্কের আদলে গড়ে তোলা হচ্ছে। ২০০৯ সালে তত্বাবোধায় সরকারের র‌্যাবের প্রধান আনোয়ারুল ইকবাল দর্শনা ডাক বাংলোকে সংস্কার ও একটি অডিটেরিয়াম গড়ে তোলে। এরপর বর্তমান সরকারের চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু দর্শনা ডাক বাংলো ও অডিটেরিয়াম চত্ত্বরকে একটি সুন্দর পার্কের আদলে সাজিয়ে তুলতে ১৬ লাখ টাকা ব্যায়ে পানির ফোয়ারা, ডাক বাংলো চত্ত্বরে মধ্যে ঢালাই রাস্তা, একটি বিশাল গেট, এরিয়া প্রাচীর এবং ডাক বাংলোর ভিতরে ও বাইরে দর্শনার্থীদের বসার স্থান নির্মানের কাজ শুরু করেছে। ইতোমধ্যে বেশ কিছু কাজ এগিয়েছে। বিশেষ করে গেট নির্মান হয়ে গেছে। এব্যাপারে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, দর্শনা ডাক বাংলো ও অডিটেরিয়াম চত্ত্বরকে একটি মনমুগ্ধকর করে গড়ে তোলা হবে। যা দেখার জন্য দর্শনার্থীরা এখানে আসবে। এছাড়া অডিটেরিয়ামের সাউন্ড সিস্টেমের যে সমস্যা আছে তার সংস্কার করা হবে। দর্শনায় কোন পার্ক নাই। দর্শনা ডাক বাংলোকে পার্কের আদলে গড়ে তোলা হবে। আল্লাহ যদি সহায় থাকে তাহলে আগামীতে চুয়াডাঙ্গা জেলাকে এলাকার সকল মানুষের মনের মত করে সাজাবো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শুধু দর্শনা নয় চুয়াডাঙ্গা জেলাকে এলাকার সকল মানুষের মনের মত করে সাজাবো বললেন মাহফুজুর রহমান মনজু

আপলোড টাইম : ০১:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬

SAM_3410

দর্শনা অফিস: দর্শনা ডাক বাংলো চত্ত্বরকে অনেকটার পার্কের আদলে গড়ে তোলা হচ্ছে। ২০০৯ সালে তত্বাবোধায় সরকারের র‌্যাবের প্রধান আনোয়ারুল ইকবাল দর্শনা ডাক বাংলোকে সংস্কার ও একটি অডিটেরিয়াম গড়ে তোলে। এরপর বর্তমান সরকারের চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু দর্শনা ডাক বাংলো ও অডিটেরিয়াম চত্ত্বরকে একটি সুন্দর পার্কের আদলে সাজিয়ে তুলতে ১৬ লাখ টাকা ব্যায়ে পানির ফোয়ারা, ডাক বাংলো চত্ত্বরে মধ্যে ঢালাই রাস্তা, একটি বিশাল গেট, এরিয়া প্রাচীর এবং ডাক বাংলোর ভিতরে ও বাইরে দর্শনার্থীদের বসার স্থান নির্মানের কাজ শুরু করেছে। ইতোমধ্যে বেশ কিছু কাজ এগিয়েছে। বিশেষ করে গেট নির্মান হয়ে গেছে। এব্যাপারে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, দর্শনা ডাক বাংলো ও অডিটেরিয়াম চত্ত্বরকে একটি মনমুগ্ধকর করে গড়ে তোলা হবে। যা দেখার জন্য দর্শনার্থীরা এখানে আসবে। এছাড়া অডিটেরিয়ামের সাউন্ড সিস্টেমের যে সমস্যা আছে তার সংস্কার করা হবে। দর্শনায় কোন পার্ক নাই। দর্শনা ডাক বাংলোকে পার্কের আদলে গড়ে তোলা হবে। আল্লাহ যদি সহায় থাকে তাহলে আগামীতে চুয়াডাঙ্গা জেলাকে এলাকার সকল মানুষের মনের মত করে সাজাবো।