ইপেপার । আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদার ক্যান্সার আক্রান্ত মধুর আকুত আমি বাঁচতে চাই: সাহায্যের আবেদন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
  • / ৪৯০ বার পড়া হয়েছে

IMG_20161014_203853বিক্রম সাদিক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিনের মত বিভিন্ন ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে তেমন কোন নিউজ না পেয়ে অফিসের উদ্যোশে রওনা দিবো ঠিক এই সময় একজনের কান্নার আওয়াজে তার কাছে ছুটে গেলাম। তিনি আর কেউ নন দীর্ঘ ৭মাস যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের হতদরিদ্র দিনমজুর তোজাম্মেল হকের ২৭বছর বয়সী ছেলে মধূ হোসেন। মধূ কাদছেন আর বার বার আওড়াচ্ছেন আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করেন, আল্লাহ আমার রোগ ভাল করে দেন। তার এই বার বার আওড়ানো বুলিগুলো হয়তো হাসপাতালের দেয়ালে আটকে গেলেও আমাদের চোখের জল আটকালো না। চিন্তা করলাম একটা নিউজ করলে হয়তো হতদরিদ্র মধূর সাহায্যে কেউ এগিয়ে আসতে পারেন। স্ত্রী ২মেয়ে আর বাবা মাকে নিয়ে বাঁচার স্বপ্নটা একটা নিউজে কিছুটাও এগিয়ে নিয়ে সাহায্য করে তবে নিজের সাংবাদিকতার সার্থকতা হয়তো সেটাই হবে। সমাজের বিত্তবান সকলের কাছে একটাই অনুরোধ যদি আপনাদের সামর্থ ও ইচ্ছা থাকে তবে মধূকে বাঁচাতে সাহায্য পাঠাতে পারেন:- শাম্মি আক্তার, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা, একাউন্ট নং- ৪৯৫০ অথবা ০১৭৪৪৫৪০৬২৪, ০১৭৮৬৭৭১৪৩৪ নাম্বারে বিকাশ করতে পারেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদার ক্যান্সার আক্রান্ত মধুর আকুত আমি বাঁচতে চাই: সাহায্যের আবেদন

আপলোড টাইম : ১২:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬

IMG_20161014_203853বিক্রম সাদিক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিনের মত বিভিন্ন ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে তেমন কোন নিউজ না পেয়ে অফিসের উদ্যোশে রওনা দিবো ঠিক এই সময় একজনের কান্নার আওয়াজে তার কাছে ছুটে গেলাম। তিনি আর কেউ নন দীর্ঘ ৭মাস যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের হতদরিদ্র দিনমজুর তোজাম্মেল হকের ২৭বছর বয়সী ছেলে মধূ হোসেন। মধূ কাদছেন আর বার বার আওড়াচ্ছেন আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করেন, আল্লাহ আমার রোগ ভাল করে দেন। তার এই বার বার আওড়ানো বুলিগুলো হয়তো হাসপাতালের দেয়ালে আটকে গেলেও আমাদের চোখের জল আটকালো না। চিন্তা করলাম একটা নিউজ করলে হয়তো হতদরিদ্র মধূর সাহায্যে কেউ এগিয়ে আসতে পারেন। স্ত্রী ২মেয়ে আর বাবা মাকে নিয়ে বাঁচার স্বপ্নটা একটা নিউজে কিছুটাও এগিয়ে নিয়ে সাহায্য করে তবে নিজের সাংবাদিকতার সার্থকতা হয়তো সেটাই হবে। সমাজের বিত্তবান সকলের কাছে একটাই অনুরোধ যদি আপনাদের সামর্থ ও ইচ্ছা থাকে তবে মধূকে বাঁচাতে সাহায্য পাঠাতে পারেন:- শাম্মি আক্তার, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা, একাউন্ট নং- ৪৯৫০ অথবা ০১৭৪৪৫৪০৬২৪, ০১৭৮৬৭৭১৪৩৪ নাম্বারে বিকাশ করতে পারেন।