ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য প্রদানকালে চুয়াডাঙ্গার ডিসি জিয়াউদ্দীন আহমেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
  • / ৮৮২ বার পড়া হয়েছে

কৃষি বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক ও ডাবল রেল লাইন স্থাপনের অনুরোধ
নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ পায় তিনজন জেলা প্রশাসক। এবারে জেলা প্রশাসক সম্মেলনে চুয়াডাঙ্গার প্রথম কোনো জেলা প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনারের সামনে বক্তব্য রাখলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে সরকারের উন্নয়নের ওপর আলোচনা করে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- বাংলাদেশ এখন শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে বাস্তেবে রুপ দেওয়ায় এ দেশ আজ বিশ্বে রোল মডেল। এসময় তিনি চুয়াডাঙ্গার বর্তমান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি চুয়াডাঙ্গা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি হাইটেক পার্ক, এবং ঢাকা থেকে খুলনা রেলপথটি ডাবল লেন করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থাকে উন্নত ও আধুনিক করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশা দেন। তিনি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদসহ জেলা প্রশাসকদের বক্তব্যকে গুরুত্ব দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. নজিবুর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, জেলা প্রশাসকদের পক্ষ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদসহ মুন্সিড়ঞ্জের জেলা প্রশাসক বেগম শায়লা ফারজানা ও নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান বক্তব্য রাখেন। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য প্রদানকালে চুয়াডাঙ্গার ডিসি জিয়াউদ্দীন আহমেদ

আপলোড টাইম : ১০:২৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮

কৃষি বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক ও ডাবল রেল লাইন স্থাপনের অনুরোধ
নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ পায় তিনজন জেলা প্রশাসক। এবারে জেলা প্রশাসক সম্মেলনে চুয়াডাঙ্গার প্রথম কোনো জেলা প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনারের সামনে বক্তব্য রাখলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে সরকারের উন্নয়নের ওপর আলোচনা করে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- বাংলাদেশ এখন শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে বাস্তেবে রুপ দেওয়ায় এ দেশ আজ বিশ্বে রোল মডেল। এসময় তিনি চুয়াডাঙ্গার বর্তমান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি চুয়াডাঙ্গা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি হাইটেক পার্ক, এবং ঢাকা থেকে খুলনা রেলপথটি ডাবল লেন করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থাকে উন্নত ও আধুনিক করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশা দেন। তিনি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদসহ জেলা প্রশাসকদের বক্তব্যকে গুরুত্ব দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. নজিবুর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, জেলা প্রশাসকদের পক্ষ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদসহ মুন্সিড়ঞ্জের জেলা প্রশাসক বেগম শায়লা ফারজানা ও নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান বক্তব্য রাখেন। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।