দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান
- আপলোড টাইম : ১০:২১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৪১৭ বার পড়া হয়েছে
কসমেটিক্স গরুসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী চালিয়ে ভারতীয় শাড়ী, কসমেটিক্সসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে। গত সোমবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা থানার অন্তর্গত কার্পাসডাঙ্গা বাজার থেকে ৭২৮টি কসমেটিকস, ৪টি মশা মারার ঔষধ, ৪টি হরলিক্স, ৫ কেজি জিরা, ৪৫টি তালাচাবি এবং ৪৮ বান্ডিল তাস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১ হাজার ৮৫০ টাকা।
এদিকে, একইদিন সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৩৪টি ভারতীয় উন্নতমানের শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
উদ্ধারকৃত ৭২৮টি কসমেটিকস, ৪টি মশা মারার ঔষধ, ৪টি হরলিক্স, ৫ কেজি জিরা, ৪৫টি তালাচাবি, ৪৮ বান্ডিল তাস ও ৩৪টি ভারতীয় উন্নতমানের শাড়ীর ২ লাখ ৮০ হাজার ৮৫০ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।