কালীগঞ্জের যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগান নামকস্থানে সড়ক দুর্ঘটনা যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে চাপা : স্বামী-স্ত্রী নিহত
- আপলোড টাইম : ১২:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
- / ৩৮৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে চাপা দিলে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২০ জন। নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম রাধানগর পাড়ার মল্লিক (৫৫) ও তার স্ত্রী ছায়া রানী (৪৫)। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার এসআই খায়ের জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে যশোর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী জান্নাত পরিবহনের গড়াই সার্ভিস (পাবনা-ব-০২-০০১৭) বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঞ্জের যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগান নামকস্থানে একটি ইজিবাইজ ও একটি নসিমনকে চাপা দিয়ে রাস্তার পাশের একটি জাম গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকের দুজন যাত্রী মল্লিক ও ছায়রানী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো ২০জন। তাদের কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সাত্তার রিপন জানান আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।