আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১২:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
- / ৫৮৬ বার পড়া হয়েছে
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম মুকুল এর আকষ্মিক মৃত্যুতে গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মদ। প্রধান শিক্ষকের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেহেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহাবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল, জেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুদ্দোজা পরাগ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী মাওলানা মোঃ বেলাল হুসাইন। উল্লে¬খ্য আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন ইসলাম মুকুল গত ৫অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।