দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ রিপন (৩৫) নামের এক যুবককে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দর্শনা রেল বাজারের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। আটক রিপন দর্শনার রামনগরের আ. রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে গতকাল বিকেলে দর্শনা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) খান আ. রহমান দর্শনা রেল বাজারে অভিযান চালান। এসময় রেল বাজারের শহিদুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ইজিবাইকসহ রিপনকে আটক করেন। পরে ইজিবাইক তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ইজিবাইকটি জব্দ করেন।
এসআই খান আ. রহমান জানান, রিপনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকালই তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা কয়।
সমীকরণ প্রতিবেদন