ইপেপার । আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় দীলিপ কুমার আগরওয়ালার আয়োজনে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান -হুসাইন মালিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০১৬
  • / ৫৯২ বার পড়া হয়েছে

 চুয়াডাঙ্গায় বাবু দীলিপ কুমার আগরওয়ালার আয়োজনে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠিত।

Exif_JPEG_420

হুসাইন মালিক: প্রতিবারের ন্যায় এবারো ‘‘দেশ ও জাতির মঙ্গল কামনায়’’ চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পান্না(রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গনে ৫ম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান গত সোমবার রাত ৯টায় মঙ্গলঘট স্থাপন ও রাত ১০টায় সংকল্পযাত্রা করে মাথাভাঙ্গা নদী থেকে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্য দিয়ে স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও স্বর্গীয়  পান্না আগরওয়ালা স্মরণে শুরু হয়েছে মহানামযজ্ঞ। গত ১৭অক্টোবর মঙ্গলবার অরুণোদয় হইতে ১৮অক্টোবর বুধবার এবং ২১অক্টোবর বৃহস্পতিবার ব্রক্ষমূহুর্ত পর্যন্ত চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘসহ দেশের স্বনামধন্য ৬টি, দল পালাক্রমে এই যজ্ঞে মহানাম সুধা পরিবেশন করছে এবং করবে। আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার কৃতি সন্তান বাবু দীলিপ কুমার আগরওয়ালা এই মহানামযজ্ঞের আয়োজক। এছাড়া চুয়াডাঙ্গার আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনা অাছেন দীলিপ বাবুর আপন ছোট ভাই পিন্টু কুমার আগরওয়ালা ও চাচাতো ভাই পবিত্র কুমার আগরওয়ালা। বাবু দীলিপ কুমার আগরওয়ালার বাবা ওম প্রকাশ আগরওয়ালা, মা তারা দেবী, ছোট ভাই পিন্টু আগরওয়ালা এবং সহধর্মিনী সবিতা DSC_5044আগরওয়ালাসহ পরিবারের সকলে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় এবং নিজেদের আত্মার পরিশুদ্ধি প্রার্থনায় মত্ত সবাই। আগত ভক্তদের মাঝে রাত-দিন ২৪ঘন্টা একটানা চলছে প্রসাদ বিতরণ। দলমত-ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষের স্বর্তফূর্ত অংশগ্রহনে চুয়াডাঙ্গা শহরের পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে যেন লেগেই আছে অন্যরকম উৎসবের আমেজ। আমি নিজেই প্রসাদ গ্রহন করতে যেয়ে দেখি চুয়াডাঙ্গার আরেক কৃ্তি সন্তান ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক তরূন উদীয়মান ব্যবসায়ী রিপনূল হাসান রিপন, জেলা হিন্দু-বৌদ্ধ সমন্বয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু ও চুয়াডাঙ্গা বড় বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিংকর কুমার সুষ্ঠভাবে প্রসাদ বিতরণে স্বেচ্ছাসেবকদেরকে সাহায্য করছেন। শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠানটি সফল করতে ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশী টহল জোরদার করেছে সদর থানার ওসি তোজাম্মেল হক। জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএইচএম কামরুজ্জামান খান ডিবি পুলিশকে সাদা পোষাকে সার্বক্ষনিক নজর রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান চায়ের অালাপে। আয়োজক দীলিপ বাবু মহানামযজ্ঞ অনুষ্ঠানটি সফল করতে দলমত ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া  সকল ভক্তবৃন্দ যাতে সুষ্ঠভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সে জন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে তিনি  নিজেই বার বার সতর্ক করছেন। ২১অক্টোবর ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। আগামী ২০১৭ সালের ঠিক একই তারিখে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। ততদিন ভক্তদের মূখিয়ে থাকতে হবে এই উৎসবের আমেজ নিতে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় দীলিপ কুমার আগরওয়ালার আয়োজনে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান -হুসাইন মালিক

আপলোড টাইম : ০৭:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০১৬

 চুয়াডাঙ্গায় বাবু দীলিপ কুমার আগরওয়ালার আয়োজনে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠিত।

Exif_JPEG_420

হুসাইন মালিক: প্রতিবারের ন্যায় এবারো ‘‘দেশ ও জাতির মঙ্গল কামনায়’’ চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পান্না(রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গনে ৫ম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান গত সোমবার রাত ৯টায় মঙ্গলঘট স্থাপন ও রাত ১০টায় সংকল্পযাত্রা করে মাথাভাঙ্গা নদী থেকে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্য দিয়ে স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও স্বর্গীয়  পান্না আগরওয়ালা স্মরণে শুরু হয়েছে মহানামযজ্ঞ। গত ১৭অক্টোবর মঙ্গলবার অরুণোদয় হইতে ১৮অক্টোবর বুধবার এবং ২১অক্টোবর বৃহস্পতিবার ব্রক্ষমূহুর্ত পর্যন্ত চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘসহ দেশের স্বনামধন্য ৬টি, দল পালাক্রমে এই যজ্ঞে মহানাম সুধা পরিবেশন করছে এবং করবে। আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার কৃতি সন্তান বাবু দীলিপ কুমার আগরওয়ালা এই মহানামযজ্ঞের আয়োজক। এছাড়া চুয়াডাঙ্গার আগরওয়ালা পরিবারগুলোর পক্ষে মহানামযজ্ঞানুষ্ঠানটি সার্বিক পরিচালনা অাছেন দীলিপ বাবুর আপন ছোট ভাই পিন্টু কুমার আগরওয়ালা ও চাচাতো ভাই পবিত্র কুমার আগরওয়ালা। বাবু দীলিপ কুমার আগরওয়ালার বাবা ওম প্রকাশ আগরওয়ালা, মা তারা দেবী, ছোট ভাই পিন্টু আগরওয়ালা এবং সহধর্মিনী সবিতা DSC_5044আগরওয়ালাসহ পরিবারের সকলে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় এবং নিজেদের আত্মার পরিশুদ্ধি প্রার্থনায় মত্ত সবাই। আগত ভক্তদের মাঝে রাত-দিন ২৪ঘন্টা একটানা চলছে প্রসাদ বিতরণ। দলমত-ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষের স্বর্তফূর্ত অংশগ্রহনে চুয়াডাঙ্গা শহরের পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে যেন লেগেই আছে অন্যরকম উৎসবের আমেজ। আমি নিজেই প্রসাদ গ্রহন করতে যেয়ে দেখি চুয়াডাঙ্গার আরেক কৃ্তি সন্তান ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক তরূন উদীয়মান ব্যবসায়ী রিপনূল হাসান রিপন, জেলা হিন্দু-বৌদ্ধ সমন্বয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু ও চুয়াডাঙ্গা বড় বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিংকর কুমার সুষ্ঠভাবে প্রসাদ বিতরণে স্বেচ্ছাসেবকদেরকে সাহায্য করছেন। শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠানটি সফল করতে ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশী টহল জোরদার করেছে সদর থানার ওসি তোজাম্মেল হক। জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএইচএম কামরুজ্জামান খান ডিবি পুলিশকে সাদা পোষাকে সার্বক্ষনিক নজর রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান চায়ের অালাপে। আয়োজক দীলিপ বাবু মহানামযজ্ঞ অনুষ্ঠানটি সফল করতে দলমত ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া  সকল ভক্তবৃন্দ যাতে সুষ্ঠভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সে জন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে তিনি  নিজেই বার বার সতর্ক করছেন। ২১অক্টোবর ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। আগামী ২০১৭ সালের ঠিক একই তারিখে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। ততদিন ভক্তদের মূখিয়ে থাকতে হবে এই উৎসবের আমেজ নিতে।