ইয়াবাসহ দামুড়হুদা রামনগরের আরিফুল আটক
- আপলোড টাইম : ১১:৩১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
- / ৩৯৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারি দল। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেদারগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কেদারগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের বাবুল মন্ডলের ছেলে আরিফুল ইসলামকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারি দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।