আলমডাঙ্গায় খাওয়ার অনুপোযোগী মাছ বিক্রয় করায় ১ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ১১:১৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
- / ৬৬২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শহরের মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাওয়ার অনুপোযোগী মাছ বিক্রয় করার অপাধে এক মাছের আড়ৎ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমজাদ হোসেনের মাছের আড়ৎ এ জরিমানা করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষে উপজেলা মৎস্য অফিসার এজেডএম তৌহিদুর রহমানকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আলমডাঙ্গা মাছ বাজারের আমজাদ হোসেনের মাছের আড়ৎ এ খাওয়ার অনুপোযোগী ইলিশ মাছ বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন মাছের আড়ৎ মালিক সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, আলমডাঙ্গা থানার এসআই সাইফুল ইসলাম প্রমূখ।