রাজপথে আন্দোলন করে দেশ নেত্রীকে মুক্ত করবো- বিএনপি নেতা শরীফ
- আপলোড টাইম : ০৫:০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
- / ৪৫২ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে পুলিশের বাধার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার স্থানীয় পান্না (রুপছায়া) সিনেমা হল সংলগ্ন জেলা প্রেসক্লাব চত্বরে বেলা ১১টায় জেলা বিএনপি’র অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হতে গেলে মিছিলটি পুলিশি বাঁধার সম্মুখে পড়ে। এ সময় নেতাকর্মিরা মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে না পেরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানিমূলক মিথ্যা মামলার রায়ে ৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বেগম জিয়া জেলে থাকলে এদেশে কোন নির্বাচন হবে না; হতে দেয়া যাবে না। আর বিএনপি নির্বাচনে না আসলে আবারো ভোটার বিহীন নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হবে। আগামী নির্বাচনে অযোগ্য করা এবং নির্বাচনের আগে মুক্তি না দেওয়ার জন্য বেগম জিয়ার মামলা নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। মিথ্যা মামলায় আদালতকে ব্যবহার করে বেগম জিয়াকে কারাগারে রেখেছে সরকার। জেলখানায় খালেদা জিয়ার সু-চিকিৎসাও দেয়া হচ্ছে না। চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা বারবার বললেও সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাই তারা দ্রুত বেগম জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবি জানান। তা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশ নেত্রীকে মুক্ত করবো।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলাদল নেত্রী জাহানার পারভীন, সদর থানা বিএনপির সিনিয়র সভাপতি ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির অন্যতম নেতা মোকারম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিঠু, থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপটন, যুবদল নেতা ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সাদিদ, আশাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, হাফিজুর ইসলাম মুক্ত, কলম আলী, কুদ্দুস মহলদার, জেলা তরুণ দলের আহবায়ক মাবুদ সরকার, এরশাদ আলী, আক্তার হোসেন, রুবেল হাসান, শাহ আলম, আল আব্দুস সালাম, শাহ জামাল, শাহবুদ্দিন, ইমরুল হাসান ফটিক, হাসানুজ্জামান হাসান, শামসুল শেখ, আব্দুস সামাদ, আব্দুল গনী, তুহিন ইসলাম, আব্দুল ওহাব, আবুল খাজা, আব্দুল রাজ্জাক সন্টু, সিরাজুল ইসলাম, সানোয়ার হোসেন, ঝন্টু, ইয়ারুল, আব্দুল আলীম, রফিক, মান্না দেওয়ান, পলাশ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, শাকিল আহমেদ নাইম, নিশান, পিয়াশ, সামিউল, আবু হানিফ, আকাশ, আব্দুল মালেক, মাহফুজ প্রমূখ।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আলমডাঙ্গা থানা, পৌর ও কলেজ ছাত্রদল। জেলা ছাত্রদলের অন্যতম সদস্য শফিকুল আজম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা ছাত্রদল নেতা রহিদ উজ্জামান রহিত। বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা শেখ শিশির, বাড়াদি ইউপি যুবদল নেতা রিপন ডাক্তার। সমাবেশে পৌর ছাত্রদল নেতা জাকারিয়া ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শামিম রেজা সাগর, বদরুজ্জামান বকুল, মাহমুদুল হক তন্ময়, এনামুল হক, আশিক, রিফাত, রাসেল, লিখন, শিমুল, রকি, জাহিদ, মামুন, হাফিজ, জনি, রাজিব প্রমূখ।