ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন : চুয়াডাঙ্গায় অতিরিক্ত সচিব আলতাফ হোসেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
  • / ৪৭৯ বার পড়া হয়েছে

সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব
নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদিক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। হলিআর্টিজানের কথা উল্লেখ করে তিনি বলেন, সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হল সুস্থ সাংস্কৃতিক চর্চা। তাই সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতি চর্চার কোন কিল্প নেই। অনেক রস বৈচিত্রে পরিপূর্ণ আমাদের মাতৃভুমি বাংলাদেশ। অজ¯্র গ্রামগঞ্জ গাঁথা আমাদের এ প্রিয় দেশ। সহজ সরল গ্রাম্য মানুষের আচার আচরণ অভ্যাস স্মৃতি সংস্কার কুসংস্কার-রিদ্ধ ইতিহাস ঐতিহ্যের রূপকথা দ্বারা নির্মিত আমাদের মাতৃভুমি বাংলাদেশের প্রকৃত পরিচয়। আমাদের শেকড় সংস্কৃতি ছাড়া দেশের ইতিহাস পরিপূর্ণতা দাবি করতে পারে না। তাই অকৃত্রিম ও সকল ইতিহাসের মাতা আবহমান গ্রাম-বাংলার সংস্কৃতিকে জানা প্রয়োজন। সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- সাংস্কৃতিক জাগরন মানুষের মধ্যে দেশপ্রেমের সৃষ্টি করে। বর্তমান সময় আমাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি রয়েছে। সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল করা হলে মানুষের মধ্যে দেশপ্রেমের মনোভাব সৃষ্টি হবে এবং তা দেশ ও জাতীর জন্য মঙ্গলকর।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাঈফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চোধুরী জিপু, চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আহসান হাবীব, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদ আলমসহ চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমির সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ চুয়াডাঙ্গার নানা শ্রেণি পেশার মানুষ। দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে পরিবেশনায় ছিলো চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি, আলমডাঙ্গা উপজেলা ও আলমডাঙ্গা কলা কেন্দ্র এবং দামুড়হুদা উপজেলা। মেহেরপুর অফিস জানিয়েছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় গতকাল শুক্রবার সন্ধ্যারাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অধ্যাপক হাসানুজ্জামান মালেক, বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদের জেলা শাখার সভাপতি নুরুল আহমেদ প্রমূখ। পরে আবুল হাসনাত দিপুর সঞ্চালনায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনূষ্ঠানে মতিউর রহমান, খন্দকার জামসেদ আলী, ফৌজিয়া আফরোজ তুলি, এখলাছুর রহমান, ফারজানা হাসান, মোমিনুল ইসলাম, ফাতেমা ফারজানা নির্জনা, মাসুদুল হাসান, সুচনা রহমান, সুলতানা রাজিয়া, লাবনী শাহা, ফারজানা কানিজ তথাপি, আব্দুল্লাহ আল মামুন রাসেল, আসাদুল হক খোকন, হাসিনা, মমতাজ, মিলন কুমার, আদ্রিতা রহমান প্রমূখ সংগীত, আবৃত্তি ও একক অভিনয়ে অংশগ্রহন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন : চুয়াডাঙ্গায় অতিরিক্ত সচিব আলতাফ হোসেন

আপলোড টাইম : ০৪:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮

সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব
নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদিক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। হলিআর্টিজানের কথা উল্লেখ করে তিনি বলেন, সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হল সুস্থ সাংস্কৃতিক চর্চা। তাই সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতি চর্চার কোন কিল্প নেই। অনেক রস বৈচিত্রে পরিপূর্ণ আমাদের মাতৃভুমি বাংলাদেশ। অজ¯্র গ্রামগঞ্জ গাঁথা আমাদের এ প্রিয় দেশ। সহজ সরল গ্রাম্য মানুষের আচার আচরণ অভ্যাস স্মৃতি সংস্কার কুসংস্কার-রিদ্ধ ইতিহাস ঐতিহ্যের রূপকথা দ্বারা নির্মিত আমাদের মাতৃভুমি বাংলাদেশের প্রকৃত পরিচয়। আমাদের শেকড় সংস্কৃতি ছাড়া দেশের ইতিহাস পরিপূর্ণতা দাবি করতে পারে না। তাই অকৃত্রিম ও সকল ইতিহাসের মাতা আবহমান গ্রাম-বাংলার সংস্কৃতিকে জানা প্রয়োজন। সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- সাংস্কৃতিক জাগরন মানুষের মধ্যে দেশপ্রেমের সৃষ্টি করে। বর্তমান সময় আমাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি রয়েছে। সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল করা হলে মানুষের মধ্যে দেশপ্রেমের মনোভাব সৃষ্টি হবে এবং তা দেশ ও জাতীর জন্য মঙ্গলকর।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাঈফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চোধুরী জিপু, চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আহসান হাবীব, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদ আলমসহ চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমির সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ চুয়াডাঙ্গার নানা শ্রেণি পেশার মানুষ। দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে পরিবেশনায় ছিলো চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি, আলমডাঙ্গা উপজেলা ও আলমডাঙ্গা কলা কেন্দ্র এবং দামুড়হুদা উপজেলা। মেহেরপুর অফিস জানিয়েছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় গতকাল শুক্রবার সন্ধ্যারাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অধ্যাপক হাসানুজ্জামান মালেক, বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদের জেলা শাখার সভাপতি নুরুল আহমেদ প্রমূখ। পরে আবুল হাসনাত দিপুর সঞ্চালনায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনূষ্ঠানে মতিউর রহমান, খন্দকার জামসেদ আলী, ফৌজিয়া আফরোজ তুলি, এখলাছুর রহমান, ফারজানা হাসান, মোমিনুল ইসলাম, ফাতেমা ফারজানা নির্জনা, মাসুদুল হাসান, সুচনা রহমান, সুলতানা রাজিয়া, লাবনী শাহা, ফারজানা কানিজ তথাপি, আব্দুল্লাহ আল মামুন রাসেল, আসাদুল হক খোকন, হাসিনা, মমতাজ, মিলন কুমার, আদ্রিতা রহমান প্রমূখ সংগীত, আবৃত্তি ও একক অভিনয়ে অংশগ্রহন করেন।