হারদীতে যুবলীগের কর্মি সমাবেশে জেলা যুবলীগ আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার
- আপলোড টাইম : ০৪:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
- / ৫৯৭ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হারদী ইউনিয়ন যুবলীগের আয়োজনে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় হারদী বাজারে যুবলীগের আয়োজনে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।
হারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মুক্তার হোসেন মোকামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃতে বাংলাদেশ পেয়েছে আপামর জনতার কাঙ্খিত স্বাধীনতা, আর তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃতের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের অব্যাহত উন্নয়নে দেশ আজ ডিজিটাল বাংলায় পরিণত হয়েছে। এ সরকার উন্নয়নের যে জোয়ার শুরু করেছে তা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবার নির্বাচিত করতে হবে। এছাড়া আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় প্রধান অতিথি হারদী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মিদের ধন্যবাদও দেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদুল ইসলাম আজাদ, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য তপন কুমার বিশ^াস, আলমডাঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, কুমারী ইউপি চেয়ারম্যার যুবলীগ নেতা আবু সাঈদ পিন্টু, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সদু, যুবলীগ নেতা মাহদুল হাসান চঞ্চল, বাবু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হারুন, গোরাচাঁদ, হিরক, সাংগঠনিক সম্পাদক ইমাদুল, অর্থ সম্পাদক আব্দুল মজিদ। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের সম্পাদক শীলন, কুমারী ইউনিয়ন যুবীলগের সম্পাদক আসাদুজ্জামান টুটুল, কালীদাসপুর ইউয়িন যুবলীগের আহ্বায়ক জমির, যুগ্ম আহব্বায়ক বাবু, এরশাদ, ভাংবাড়িয়া ইউয়িন যুবলীগের আহ্বায়ক মামুন, যুগ্ম আহ্বায়ক আরিফুল, কাওছান, খাদিমপুর ইউয়িন যুবলীগের আহ্বায়ক সম্পাদক কালাম, মোমিনপুর ইউয়িন যুবলীগের সম্পাদক রতন, ডাউকি ইউয়িন যুবলীগের আহ্বায়ক আরিফুল, রবিউল মেম্বর, খাসকররা ইউয়িন যুবলীগের সম্পাদক জিয়ারউর রহমান, সাবেক ছাত্রলীগের সভাপতি টিটু, ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সম্পাদক মাসুদ রানা পান্না, মিনারুল, সাহাঙ্গীর, ময়নদ্দিন, হরজ ইনামুল, কাবের আলী, মুন্না, লিটন, হাফিজুর, কাল, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, মুনতাজুর রহমান, যুবলীগ নেতা শাহীনুর রহমান, মহিদুল, এ্যাড. টিপু, মিন্টু, সালাম প্রমূখ।