চুয়াডাঙ্গায় দ্যা গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবার হাউজের উদ্বোধন করলেন পুলিশ সুপার
- আপলোড টাইম : ০৪:৩৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
- / ৯২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দারুচিনির অঙ্গ প্রতিষ্ঠান দ্যা গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবিব ও তাদের পত্মীগণ। এছাড়াও দ্যা গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজের দুই পার্টনার আরিফুল ইসলাম ও আসিফ জামান ফিজো, বিভিন্ন স্তরের মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় এই প্রথম কয়লা দিয়ে বানানো বিভিন্ন রকম কাবাব এখানে পাওয়া যাবে বলে জানায় প্রতিষ্ঠানটির মালিক। পরে মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। উদ্বোধনকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বলেন, এ রেস্টুরেন্ট চুয়াডাঙ্গাবাসীর যেকোনো সামাজিক সুন্দর, মনোরম পরিবেশে ও ব্যতিক্রমী খাবারের ব্যবস্থা যেকোনো এক ঘেয়েমির পরিবর্তন ঘটাবে। আর তার নিশ্চয়তা চুয়াডাঙ্গায় এই প্রথম রেস্টুরেন্টে কয়লা দিয়ে কাবাব প্রদান করবে বলে আমি আশাবাদী। দ্যা গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজের পরিচালক আরিফুল ইসলাম জানান, ব্যতিক্রমী খাবার, ব্যতিক্রমী স্বাদসহ সুন্দর পরিবেশে এখানে স্বাচ্ছন্দের সাথে ৫০ জন মানুষ খাওয়া-দাওয়া করতে পারবে। এছাড়াও নিরাপদ পরিবেশ, উন্নত খাবার, মনোমুগ্ধকর আতিথেয়তা আমাদের মূল লক্ষ্য।