শিরোনাম:
চুয়াডাঙ্গায় শ্বশুর বাড়িতে বিষপান করে যুবকের আত্মহত্যা
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৭৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সিএ্যান্ডবি পাড়ায় শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যা চেষ্টাকারী বুলবুল (১৯) নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। আত্মহত্যাকারী বুলবুল চুয়াডাঙ্গা কোর্ট পাড়ার আবু বক্কররে ছেলে। জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বুলবুলের পরিবারের সদস্যরা বুলবুলরে শ্বশুর বাড়ির সদস্যদের কর্তৃক জানতে পারে বুলবুল রঙ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এ সময় বুলবুলরে পরিবারের সদস্যরা দ্রুত বুলবুলের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসাপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ট্যাগ :