শিরোনাম:
দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুরে বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ১
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৩৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা দিকে তাকে আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ৮শ’ গ্রাম গাঁজাসহ আজাদ রহিম (৪৫) নামের একজনকে আটক করে। আটককৃত আজাদ রহিম দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। গাঁজাসহ আটককৃত আজাদ রহিমকে দামুড়হুদা থানায় সোপর্দ করে হাবিলদার মো. আশানুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত গাঁজার সর্বমোট মূল্য ২ হাজার ৮শ’ টাকা।
ট্যাগ :