চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়নে ১০টাকা কেজি দরের চাউলের অনিয়ম হওয়া গ্রামগুলোর তালিকা
- আপলোড টাইম : ০১:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬
- / ৩১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সরকার নির্ধারিত ১০টাকা কেজি দরে চাল বিক্রির বিতরণ হওয়া কার্ডের তালিকা এবং নিদির্ষ্ট বিতরণের বাইরে কিছু কিছু কার্ড কোথাও কম আবার কোথাও বেশি দেওয়ার অভিযোগ উঠেছে। তারমধ্যে তিতুদহ ইউনয়নের যেখানে নির্ধারিত তালিকা থেকে বেশি কার্ড বিতরণ হয়েছে সেই গ্রাম গুলো হল: বলদিয়া গ্রামে ১০৪টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ১১১টি, বড়শলুয়া গ্রামে ১২৪টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ১২৭টি, ৬৩নং আড়িয়ায় ০৯টি কার্ডের বাজেট থাকলেও কার্ড পেয়েছে ১২টি, চাদপুরে ৩১টির মধ্যে কার্ড পেয়েছে ৩২টি, আড়িয়ারচকে ১৫টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ১৭টি, তিতুদহ /হুলিয়ামারি ১০৫টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ১৩১টি, গ্রিসনগরে ২৯টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ৪২টি, খাসপাড়ায় ৪০টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ৭৫টি, তেঘরীতে ৭০টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ৯৮টি। এছাড়া যেখানে নির্ধারিত তালিকা থেকে কম কার্ড বিতরণ হয়েছে সেই গ্রাম গুলো হল:-নুরুল¬াপুর গ্রামে ২৮টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ২৫টি, গোবরগাড়ায় ৬৪টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ৫৬টি, সড়াবাড়ীয়ায় ৭২টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ২৪টি, সুুজায়েতপুরে ২৪টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ১১টি, সিরেন্দিপাড়ায় ১২টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ০৯টি, ৬২নং আড়িয়াতে ১৩৭টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ১২৯টি, বাটিকাঙ্গাতে ৪৬টি কার্ড বিতরণের কথা থাকলেও কার্ড বিতরণ করা হয়েছে ১৬টি। হতদরিদ্র, গরীব দেখে কার্ড বিতরণ করা হলেও উপরে উলে¬খিত গ্রাম গুলোতে ধনাঢ্যদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। অবশ্য সুযোগ্য জেলা প্রশাসক সায়মা ইউনুস ইতোমধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনে মৌখিক নির্দেশ দিয়েছেন। এবিষয়ে ইউএনও কেএম মামুন উজ্জামান জানান, আমরা পুরো বিষয়টি খটিয়ে দেখছি, কেউ উদ্যোশ প্রণীতভাবে অভিযোগ দিচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে, এছাড়া যে সকল ধনাঢ্য ব্যাক্তিরা কার্ড পেয়েছেন তাদের কার্ড পরিবর্তন করে হতদরিদ্রদের মাঝে ধনাঢ্য ব্যাক্তিদের কার্ড গুলো জেলা প্রশাসক সায়মা ইউনুস স্যারকে অবহিত করে নতুন করে বিতরণ করা হবে।