মেহেরপুরের সম্মিলিত উদ্যোগ’র বানভাসি সহায়তায় পথযাত্রা
- আপলোড তারিখঃ ২৩-০৮-২০১৭ ইং
মেহেরপুর প্রতিনিধি: `ভিক্ষা দাও গো, ওগো পুরোবাসী ভিক্ষার দুয়ারে দাঁড়িয়ে আজ, ভিক্ষা দেওয়া আজ উচিৎ কাজ` এই প্রতিপাদ্যে বানভাসি সহায়তায় মেহেরপুরের সম্মিলিত উদ্যোগ’র প্রচার উপলক্ষে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের নেতৃত্বে এ পথযাত্রা অনুষ্ঠিত হয়। পথযাত্রাটি মেহেরপুর প্রেসক্লাবের সামনের থেকে শুরু হয়ে প্রথমে বড় বাজার প্রদক্ষিন করে। সেখান থেকে পথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পথযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্রাচার্য, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, মেহেরপুরের সম্মিলিত উদ্যোগ’র আহবায়ক সিরাজুল ইসলাম মাস্টার, ডা. এমএ বাশার উপদেষ্টা তুহিন আরন্য, অভিজিৎ বোস মানু, সদস্য ইয়াদুল মোমিন, শোয়েব রহমান, মুজাহিদ মুন্না, সাজ্জাদুর খান মিলন, হোসেন খান রিপন, কামারুজ্জামান অনিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে জেলা প্রশাসন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স