ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম অং কিম ঢাকায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬
  • / ৪৬৪ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম অং কিম ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এ সময় ঢাকাস্থ বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দারিদ্র্য নির্মূল দিবস উপলক্ষে ঢাকা সফরে এসেছেন তিনি। দুই দিনের এ সফরে একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। গত দুই দশকে ২ কোটিরও বেশি মানুষের দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হওয়া, দরিদ্র মানুষের সঙ্গে উদ্ভাবনমূলক কাজ, বেসরকারি খাতে কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন বিনিয়োগ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনকে এই অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করতে চান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কিম। কিমের বক্তব্য উদ্ধৃত করে বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ দারিদ্র্য নিরসনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ ব্যাপারে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে। বিবৃতিতে বলা হয়, সুশাসন শক্তিশালীকরণ ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে প্রাইভেট সেক্টরে কীভাবে আরো কাজ করবে সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এর আগে ২০০৭ সালে বাংলাদেশে এসেছিলেন বিশ্ব ব্যাংকের তখনকার প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। বাংলাদেশের স্বাধীনতার পর সংস্থাটির তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা এসেছিলেন ঢাকায়, এরপর ঘুরে যান আরো দুই প্রেসিডেন্ট পল উলফোভিৎজ ও জেমস উলফেনসন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম অং কিম ঢাকায়

আপলোড টাইম : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬

সমীকরণ ডেস্ক: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম অং কিম ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এ সময় ঢাকাস্থ বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দারিদ্র্য নির্মূল দিবস উপলক্ষে ঢাকা সফরে এসেছেন তিনি। দুই দিনের এ সফরে একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। গত দুই দশকে ২ কোটিরও বেশি মানুষের দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হওয়া, দরিদ্র মানুষের সঙ্গে উদ্ভাবনমূলক কাজ, বেসরকারি খাতে কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন বিনিয়োগ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনকে এই অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করতে চান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কিম। কিমের বক্তব্য উদ্ধৃত করে বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ দারিদ্র্য নিরসনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ ব্যাপারে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে। বিবৃতিতে বলা হয়, সুশাসন শক্তিশালীকরণ ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে প্রাইভেট সেক্টরে কীভাবে আরো কাজ করবে সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এর আগে ২০০৭ সালে বাংলাদেশে এসেছিলেন বিশ্ব ব্যাংকের তখনকার প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। বাংলাদেশের স্বাধীনতার পর সংস্থাটির তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা এসেছিলেন ঢাকায়, এরপর ঘুরে যান আরো দুই প্রেসিডেন্ট পল উলফোভিৎজ ও জেমস উলফেনসন।