ইপেপার । আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে জাল দলিল করে জোরপুর্বক জমি দখল করার চেষ্টা টিপসহি দেওয়ায় মধ্যেবয়সী নারীর উপর হামলা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬
  • / ৪৫৩ বার পড়া হয়েছে

ee

জীবননগর অফিস: জীবননগর হাসাদহ গ্রামে জাল দলিল করে জোরপুর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। জাল দলিলে টিপ সই দিতে অপরাগত জানালে মধ্যে বয়সের এক নারীকে পিটিয়ে আহতর ঘটনা ঘটেছে। জানা গেছে গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার সময় জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের মোল¬া পাড়ার মৃত কাজী আ.রহিমের নামে ভিটা জমি থাকায় তার ছোট ভাই কাজী বজলুর রশিদ (মন্টু মাস্টার) ও তার ছেলে কাজী শান্ত এবং মানিক মিলে জমিটি তাদের নিজ নামে নেওয়ার জন্য চেষ্টা করে তাতে ব্যর্থ হলে তারা কৌশল অবলম্বন করে জোরপুর্বক জাল দলিলে টিপ সই নেওয়ার জন্য কাজী আ. রশিদের স্ত্রী মনোয়ারা খাতুনকে (৬২) হুমকি ধামকি দিতে থাকে অবশেষে সমস্থ পরিককল্পনা ভেস্তে যাওয়ায় তাকে পিটিয়ে আহত করে অবশেষে এলাকাবাসী আহত মনোয়ারা খাতুনকে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহত মনোয়ারা খাতুনের ছেলে কাজী আসাদুজ্জামান অভিযোগ করে বলেন আমরা যে জমিতে বসবাস করছি সেই জমির মালিক ছিল আমার বাবা কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর ওই জমির মালিক আমার মা অথচ আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার চাচা এবং চাচাতো ভাইরা মিলে জাল দলিল করে আমরা যেই জমিতে বসবাস করছি ওই জমির মালিক দাবি করছে। এ জমি নিয়ে ২০০৫সালে কোটে একটি মামলা হয় সেই মামলায় আমরা বিজয় লাভ করি। কিন্তু তবু তারা কোর্টের সে আদেশ মেনে নিতে রাজি নয়। অবশেষে তারা গতকাল আমার মার কাছ থেকে একটি জোরপুর্বক ভাবে টিপ সই নিতে আসে আমার মা টিপ সই না দেওয়ায় আমার মাকে বেধখড় ভাবে মারধর করতে থাকে । এ ব্যাপারে বজলুর রশিদের ছেলের শান্তর সাথে কথা বললে তিনি বলেন আমি কারও মারধর করেনি। যে জমি নিয়ে এ বিরোধ ওই জমির মালিক আমরা অথচ তারা মিথ্যা জমির মালিক হিসাবে দাবি করে বিভিন্ন স্থানে আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করছে ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে জাল দলিল করে জোরপুর্বক জমি দখল করার চেষ্টা টিপসহি দেওয়ায় মধ্যেবয়সী নারীর উপর হামলা!

আপলোড টাইম : ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬

ee

জীবননগর অফিস: জীবননগর হাসাদহ গ্রামে জাল দলিল করে জোরপুর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। জাল দলিলে টিপ সই দিতে অপরাগত জানালে মধ্যে বয়সের এক নারীকে পিটিয়ে আহতর ঘটনা ঘটেছে। জানা গেছে গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার সময় জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের মোল¬া পাড়ার মৃত কাজী আ.রহিমের নামে ভিটা জমি থাকায় তার ছোট ভাই কাজী বজলুর রশিদ (মন্টু মাস্টার) ও তার ছেলে কাজী শান্ত এবং মানিক মিলে জমিটি তাদের নিজ নামে নেওয়ার জন্য চেষ্টা করে তাতে ব্যর্থ হলে তারা কৌশল অবলম্বন করে জোরপুর্বক জাল দলিলে টিপ সই নেওয়ার জন্য কাজী আ. রশিদের স্ত্রী মনোয়ারা খাতুনকে (৬২) হুমকি ধামকি দিতে থাকে অবশেষে সমস্থ পরিককল্পনা ভেস্তে যাওয়ায় তাকে পিটিয়ে আহত করে অবশেষে এলাকাবাসী আহত মনোয়ারা খাতুনকে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহত মনোয়ারা খাতুনের ছেলে কাজী আসাদুজ্জামান অভিযোগ করে বলেন আমরা যে জমিতে বসবাস করছি সেই জমির মালিক ছিল আমার বাবা কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর ওই জমির মালিক আমার মা অথচ আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার চাচা এবং চাচাতো ভাইরা মিলে জাল দলিল করে আমরা যেই জমিতে বসবাস করছি ওই জমির মালিক দাবি করছে। এ জমি নিয়ে ২০০৫সালে কোটে একটি মামলা হয় সেই মামলায় আমরা বিজয় লাভ করি। কিন্তু তবু তারা কোর্টের সে আদেশ মেনে নিতে রাজি নয়। অবশেষে তারা গতকাল আমার মার কাছ থেকে একটি জোরপুর্বক ভাবে টিপ সই নিতে আসে আমার মা টিপ সই না দেওয়ায় আমার মাকে বেধখড় ভাবে মারধর করতে থাকে । এ ব্যাপারে বজলুর রশিদের ছেলের শান্তর সাথে কথা বললে তিনি বলেন আমি কারও মারধর করেনি। যে জমি নিয়ে এ বিরোধ ওই জমির মালিক আমরা অথচ তারা মিথ্যা জমির মালিক হিসাবে দাবি করে বিভিন্ন স্থানে আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করছে ।