আলমডাঙ্গায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটের কারাদণ্ড
- আপলোড টাইম : ১১:০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬
- / ৪৫৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গতকাল বিকাল ৪টার দিকে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে ইফটিজিংয়ের দায়ে এক জনকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে বখাটে জুয়েল রানা (২২) আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে প্রায়ই প্রেম নিবেদন করে উত্যক্ত করে আসছিল। স্কুল ছাত্রী তার বাবা-মাকে বিষয়টি জানালে তার বাবা-মা ইফটেজার জুয়েল রানাকে নিষেধ করে। কিন্তু জুয়েল রানা সে নিষেধ অমান্য করে গতকাল সকাল ৯ টার দিকে ওই স্কুল ছাত্রীকে স্কুলে আসার পথে আবার উত্যক্ত করে। এসময় ওই ছাত্রীর আত্মচিৎকারে জনতা এগিয়ে এসে বখাটে জুয়েল রানাকে ধরে বড়গাংনি ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়। গতকাল ফাঁড়ির আইসি জামাল উদ্দিন জুয়েলকে আলমডাঙ্গা থানায় সোর্পদ্দ করে। এরপর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমান আদালতে জুয়েল রানাকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আজ তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।