চুয়াডাঙ্গার হৈবতপুরে হাজি ইসলামের দাফন সম্পন্ন : হাজারো মানুষের ঢল
- আপলোড টাইম : ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬
- / ৪০৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চুয়াডাঙ্গার কৃতি সন্তান কৃষিবিদ মোঃ হামিদুর রহমান ও সাবেক অধ্যক্ষ কৃষিবিদ লুৎফর রহমানের পিতা হাজি ইসলাম আলির দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে প্রথম নামাজের জানাযা এবং নিজ গ্রাম দর্শনা হৈবতপুরে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় নামাজের জানাযা শেষে গ্রামের কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়। এসময় মরহুমের ২ছেলে উপস্থিত সকলের কাছে তার বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। প্রবীন এই ব্যাক্তির নামাজের জানাযায় চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রথম শ্রেনীর সরকারী কর্মকর্তারাসহ চুয়াডাঙ্গার রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান, অতিরিক্ত পরিচালক চন্ডি দাশ কুন্ডু (যশোর অঞ্চল), চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধূরী জিপু, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম মামুন উজ্জামান, দামূড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, উপ-পরিচালক নির্মল কুমার দে, আমার সংবাদের সম্পাদক হাসেম রেজা, চুয়াডাঙ্গা প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনিসহ ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, নেত্রকোনা, ঢাকা, দোহার, মানিকগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গণ। এছাড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা ছূফী মোহাম্মদ রফিকুজ্জামান, “নিরাপদ সড়ক চাই” জেলা কমিটির সাধারণ সম্পাদক মাবুদ সরকার, সদর উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম রাসেল, জহুরুল ইসলাম। আজ সোমবার বাদ আছর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দর্শনা হৈবতপুরের নিজ বাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।