চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১০:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬
- / ৩৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সর্ম্পকে বিভিন্ন বিষয় উপস্থিত সকলের মাঝে তুলে ধরা হয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মুহা. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া উক্ত সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।