দামুড়হুদায় ১০টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ
- আপলোড টাইম : ০১:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
- / ৩০৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ঐ চাল বিতরণ তালিকায় ধনাঢ্য ব্যক্তিদের নাম রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকল ১০টায় এই অভিযোগ করা হয়। অভিযোগ সুত্রে জানাগেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেয়ার প্রাইজ চালের তালিকা তৈরী করেন। ঐই তালিকায় দামুড়হুদা সদর ইউনিয়নের ৫নং ওয়াডের্র সব চাইতে ধনাঢ্য প্রায় ৫০জন ব্যক্তিদের ১০টাকা কেজি দরে চালের তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও কিছু গরীব দুস্থ্য লোকের নাম থাকলেও তারা চাল পায়নি। যেমন, মৃত্যু হানেফ মন্ডলের ছেলে, জয়নাল, সুবহকের স্ত্রী বেদেনা, মৃত্যু দিদার মন্ডলের ছেলে হামিদ প্রমুখ।