মুন্সিগঞ্জে মাদ্রাসা শিক্ষক খালিদ সাইফুল¬াহর পিটুনীতে ছাত্রী বিছানাগত
- আপলোড টাইম : ০১:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
- / ৩৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে মাদ্রসা শিক্ষক খালিদ সাইফুল¬াহ রাগের বশভূতি হয়ে মাদ্রাসা ছাত্রী মাননুকে(১১) বেদম প্রহার করায় মাননু এখন বিছানাগত। জানা যায়, গত মঙ্গলবার মুন্সিগঞ্জ জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল খালিদ সাইফুল¬াহ হাতে ও পায়ে মোজা না পরাই একই মাদ্রাসার ছাত্রী জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের বকতিয়ারের শিশু কন্যা মাননু খড়ির চলা দিয়ে বেদম মারপিট করে। এতে মাদ্রাসা ছাত্রী মাননু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গত মঙ্গলবার থেকে মাদ্রসা ছাত্রী মাননু মাদ্রসায় না আসলে তার বান্ধবীরা খোজ নিতে মাননুর বাড়ীতে যেয়ে দেখে মাননুু খুব অসুস্থ। তারা মাদ্রসায় ফিরে প্রিন্সিপাল খালিদ সাইফুল¬াহকে জানালে সে বলে ও মরে যাক কিন্তু ওকে বোরখা, মোজা পরেই মাদ্রাসায় আসতে হবে। না হলে এই মাদ্রাসায় ও পড়তে পারবে না। খালিদ সাইফুল¬াহর এমন আচরণে এলাকার সাধারণ মানুষ ক্ষুদ্ধ হয়ে বিষয়টি সাংবাদিকদের জানায়। মাননুর পরিবারসহ এলাকাবাসী খালিদ সাইফুল¬াহর শাস্তির দাবী জানিয়েছে।