মেহেরপুরে ভিক্ষুকদের পূনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষে মতবিনিময় সভা
- আপলোড টাইম : ১২:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
- / ৪৩৫ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: সমাজ থেকে ভিক্ষুক মুক্তকরণ, পূনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষে ভিক্ষুকদের নিয়ে মতবিনিময় সভা করেছে মেহেরপুর জেলা প্রশাসক। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র সৈয়দ মঞ্জুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ খান হাসান আলো প্রমূখ। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল-মামুন, পৌরসভার সচিব তৈফিকুল আলম। আরো মেহেরপুর পৌর এলাকার ২৯ জন ভিক্ষুক মতবিনিময়সভায় অংশ গ্রহন করেন। সভায় ভিক্ষুকদেরকে বিভিন্ন ভাবে কর্মসংস্থানের সৃষ্টি করে ভিক্ষুকদেরকে পুনর্বাসন করা হবে বলে মতামত ব্যক্ত করেন অতিথিগন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও জেলা উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল আলম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভির সাংবাদিক আলামিন হোসেনসহ পৌরসভার কর্মকর্তাগন। সহযোগীতায় মেহেরপুর পৌরসভা।