কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শিশু ও মা সমাবেশ
- আপলোড টাইম : ১২:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
- / ৪৩৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: হাত ধোয়াকে অভ্যাসে পরিণত করুন এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শিশু ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পরিচালনায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক এর আয়োজনে বলিদাপাড়াস্থ প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী, শিশু ও মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌরসভার মেয়র আলহাজ্ব মো: মকছেদ আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, ডা: মুনতাসির মামুন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান। এর আগে কালীগঞ্জ উপজেলার ১০টি বিদ্যালয়ের ২০০শ শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় এবং কিভাবে হাত ধুতে হয় তা সবাইকে দেখানো হয়।