কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির সদস্যরা কোমল পানীয় ও বিস্কুট খাইয়ে ইজি বাইক নিয়ে চম্পট
- আপলোড টাইম : ১২:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০১৬
- / ১১৪২ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোমল পানীয় ও বিস্কুট খাইয়ে ইজি বাইক নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। শুক্রবার সকালে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
আত্মীয়-স্বজন সুত্রে জানা যায়, শুক্রবার সকালে মনিরুল ইসলাম ভাড়ার উদ্যেশে বাড়ি থেকে বের হয়। এ সময় পথিমধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী যাত্রী তোলেন ইজি বাইকে। ওই যাত্রীরা তাকে কোটচাঁদপুর যাবার কথা বলেন। ইজি বাইক কোটচাঁদপুর পৌঁছালে ওই চক্রের সদস্যরা মনিরুল কে চা খাওয়ার নাম করে কোমল পানীয় ও বিস্কুট খেতে দেয়। আর ওই সব খাবার পর ক্রমেই অচেতন হতে থাকে মনিরুল। পরে তারা মনিরুলকে ফেলে রেখে চলে যায়। তাঁর অবস্থা বে-গতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপতালে ভর্তি করেন। বর্তমানে মনিরুল কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে কালিগঞ্জ বাবরা গ্রামের পীর বকস্রে ছেলে। কথা হয় কোটচাঁদপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার আজিজুর রহমান বলেন, ভর্তির সময় ডিউটিতে আমি ছিলাম না। ওই সময় ডিউটিতে ছিলেন ডাক্তার ফারুক হোসেন তিনি বিষয়টি ভাল বলতে পারবেন। কথা হয় থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবিরের সঙ্গে তিনি বলেন, ঘটনাটি আমার জানা নেই।