ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদা মোকামতলার পাশের আম বাগান থেকে বোমা হেসো দা ও লোহার তৈরী শাড়াশী উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬
  • / ৮১১ বার পড়া হয়েছে

11111111`

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের মোকামতলা নামক স্থানে দাউদ হোসেনের আম বাগান থেকে পুলিশ তিনটি শক্তিশালী বোমা, হেসো দা ও লোহার তৈরী ডাইস বা শাড়াশী উদ্ধার করেছে। গত বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা থানা পুলিশ এসব বোমা ও অস্ত্র উদ্ধার করেন। গ্রামবাসী জানায়, বড় দুধপাতিলা গ্রামের দিদার হকের ছেলে দাউদ ওরফে ঠান্ডু মিয়ার বাগানের পথ দিয়ে মাঠে যাওয়ার সময় গ্রামের কৃষকরা বাগানের ঝোঁপের মধ্যে ৩টি শক্তিশালী বোমা ও ৪টি হেসো, দা,৩টি সাড়াশী বা ডাইস, একটি সেলাই রেঞ্জ, ১টি স্ত্র“-ড্রাইভার, ১টি নতুন গামছা, ১টি থ্রী-কোয়াটার প্যান্ট, ২টি জাঙ্গীয়া, ১টি কালো রং এর সার্ট ঝোঁড়ের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি মেম্বর শহিদুল ইসলামকে জানায়। মেম্বর শহিদুল ইসলাম বিষয়টি জানলে তিনি দামুড়হুদা থানায় খবর দেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে উপরোক্ত মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, হয়তো ডাকাতির উদ্যেশে কে বা কারা এখানে অবস্থান নিয়ে ছিলো। বিছিন্ন ভাবে এসব উপকরণ পড়ে থাকতে দেখে আশেপাশে কেউ খুন হয়েছে কি না এলাকার মানুষ খোজার চেষ্টা করে মৃত কাউকে পায়নি। তবে উপস্থিত অনেকেই বিষটি রহস্যজনক মনে করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদা মোকামতলার পাশের আম বাগান থেকে বোমা হেসো দা ও লোহার তৈরী শাড়াশী উদ্ধার

আপলোড টাইম : ১২:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬

11111111`

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের মোকামতলা নামক স্থানে দাউদ হোসেনের আম বাগান থেকে পুলিশ তিনটি শক্তিশালী বোমা, হেসো দা ও লোহার তৈরী ডাইস বা শাড়াশী উদ্ধার করেছে। গত বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা থানা পুলিশ এসব বোমা ও অস্ত্র উদ্ধার করেন। গ্রামবাসী জানায়, বড় দুধপাতিলা গ্রামের দিদার হকের ছেলে দাউদ ওরফে ঠান্ডু মিয়ার বাগানের পথ দিয়ে মাঠে যাওয়ার সময় গ্রামের কৃষকরা বাগানের ঝোঁপের মধ্যে ৩টি শক্তিশালী বোমা ও ৪টি হেসো, দা,৩টি সাড়াশী বা ডাইস, একটি সেলাই রেঞ্জ, ১টি স্ত্র“-ড্রাইভার, ১টি নতুন গামছা, ১টি থ্রী-কোয়াটার প্যান্ট, ২টি জাঙ্গীয়া, ১টি কালো রং এর সার্ট ঝোঁড়ের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি মেম্বর শহিদুল ইসলামকে জানায়। মেম্বর শহিদুল ইসলাম বিষয়টি জানলে তিনি দামুড়হুদা থানায় খবর দেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে উপরোক্ত মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, হয়তো ডাকাতির উদ্যেশে কে বা কারা এখানে অবস্থান নিয়ে ছিলো। বিছিন্ন ভাবে এসব উপকরণ পড়ে থাকতে দেখে আশেপাশে কেউ খুন হয়েছে কি না এলাকার মানুষ খোজার চেষ্টা করে মৃত কাউকে পায়নি। তবে উপস্থিত অনেকেই বিষটি রহস্যজনক মনে করেন।