পূজোর আনন্দ গভীর ভাবে উপভোগ করতে গিয়ে বিপত্তি বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক পোলে ধাক্কা : রেফার্ড
- আপলোড টাইম : ০১:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬
- / ৩৯৮ বার পড়া হয়েছে
আফজালুল হক/আনিছ বিশ্বাস: গতকাল ছিল বিজয়া দশমী, প্রতিমা বির্সজনের দিন। তাই একদিকে বিজয়া দশমীর আনন্দ উপভোগ, অন্যদিকে বির্সজন বেদনা। তাই মোটর সাইকেলযোগে দর্শনা যাত্রা। সেখান থেকে ফেরার পথে অতি মাত্রার উৎফুল্লতায় দিকবিদিক জ্ঞান হারিয়ে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা খেয়ে সোজা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গতকাল দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারিতে। হাসপাতাল ও পরিবার সুত্রে জানা গেছে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাবুপাড়ার স্বর্গীয় গবিন্দ বিশ্বাসের দুই পুত্র শ্রী আনন্দ বিশ্বাস (৪৫) ও চালক শ্রী শংকর বিশ্বাস (৩৫)। গতকাল বৃহস্পতিবার সকালে পুজার আনন্দ উপভোগ করতে দর্শনা যায়। সেখানে আনন্দ উপভোগ শেষ করে বাড়ি ফেরার পথে বোয়ালমারি রোডে পৌঁছালে মোটর সাইকেল চালক শংকর বিশ্বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী বৈদ্যুতিক পোলে ধাক্কা দিলে আরোহী সহোদর আনন্দ বিশ্বাসসহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করে। গুরুতর আহত দু’জনের মধ্যে শংকরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হক তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন এবং আনন্দকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করেন।